স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক প্রতিমন্ত্রী বাবর
 প্রকাশিত: 
                                                ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৬
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২২:৩৬
                                                
 
                                        দীর্ঘদিন পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এসময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় তিনি সচিবালয়ে যান।
এসময় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী।
জানা গেছে, বৈঠকটি সৌজন্যমূলক, তবে দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমন সংক্রান্ত বিষয়ে কিছু মতবিনিময় হয়।
লুৎফুজ্জামান বাবর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি একাধিকবার আলোচনায় আসেন, কখনও প্রশংসিত হন আবার কখনও সমালোচিত হন।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: