হাসান আল মামুন
নুরকে বিদেশে পাঠানো নিয়ে টালবাহানা করছে সরকার
প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৬
আপডেট:
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫২

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের গ্রেফতার না করে এবং তাকে বিদেশে চিকিৎসার বিষয়ে সরকার টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব হাসান আল মামুন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় গণঅধিকার পরিষদের নেতা এ অভিযোগ করেন।
হাসান আল মামুন জানান, নুরুল হকের নাক ও মস্তিষ্কে গুরুতর ক্ষতি হয়েছে। ঢামেকে চিকিৎসা নিয়ে তারা সন্তুষ্ট হলেও দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য নুরকে বিদেশে নেওয়া জরুরি। কিন্তু সরকার বিষয়টি নিয়ে আগ্রহ দেখালেও কার্যত কোনো পদক্ষেপ নিচ্ছে না। একই সঙ্গে, নুরের ওপর হামলায় জড়িত সেনা সদস্যদের গ্রেফতারেও সরকার টালবাহানা করছে বলেও অভিযোগ করেন তারা।
এর আগে, বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানান সাবেক ভিপি নুরুল হক।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন নুর। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই বর্তমানে তার চিকিৎসা চলছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: