সোমবার, ৮ই ডিসেম্বর ২০২৫, ২৪শে অগ্রহায়ণ ১৪৩২

Shomoy News

Sopno


রাস্তায় পড়ে ছিলেন মানসিক ভারসাম্যহীন প্রসূতি, ৯৯৯-এ ফোনে বাঁচল দুই প্রাণ


প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৮

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৪

ফাইল ছবি

চোখের সামনে রক্তক্ষরণে ছটফট করছিলেন মানসিক ভারসাম্যহীন এক গর্ভবতী নারী। শত শত মানুষ পাশ কাটিয়ে চলে গেলেও কেউ এগিয়ে আসেননি। তবে ভিড়ের মাঝে এক নারীর মানবিকতায় এবং ৯৯৯এর তাৎক্ষণিক পদক্ষেপে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ওই প্রসূতি ও তার অনাগত সন্তান।

গতকাল (রোববার) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ ৭ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি জানিয়েছেন।

আনোয়ার সাত্তার জানান, রোববার দুপুরে গোয়ালন্দ ফেরিঘাট এলাকায় ওই নারী অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। বিষয়টি নজরে আসে ঘাটে থাকা এক নারী যাত্রীর। তিনি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, একজন মানসিক ভারসাম্যহীন গর্ভবতী নারীর রক্তক্ষরণ হচ্ছে এবং তার জরুরি সহায়তা প্রয়োজন।

কলটি রিসিভ করেন ৯৯৯এর কলটেকার কনস্টেবল রশিদুল ইসলামতিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনে জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে বলেনপুরো উদ্ধার তৎপরতা তদারকি করেন ৯৯৯এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার সজীব মিয়া

সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি দলতারা ৩০ বছর বয়সী ওই নারীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top