সোমবার, ১লা ডিসেম্বর ২০২৫, ১৭ই অগ্রহায়ণ ১৪৩২

Shomoy News

Sopno


তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?


প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৫ ১৬:০৪

আপডেট:
১ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৫

ফাইল ছবি

দীর্ঘদিনের জল্পনা কাটিয়ে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন দক্ষিণ দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু- এমন খবরই ঘুরপাক খাচ্ছে ভারতের সংবাদমাধ্যমে। তাতে বলা হচ্ছে, সোমবার সকালেই কোয়েম্বাটুরের লিঙ্গ ভৈরবী মন্দিরে হিন্দু রীতিনীতি মেনে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। তবে বিয়ের কোনো আনুষ্ঠানিক ছবি ও এই দুই তারকার বক্তব্য না থাকায় বিষয়টিকে গোপন বিয়ে বলেও দাবি করছে কোনো কোনো গণমাধ্যম

অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর মানসিক যন্ত্রণা কাটিয়ে উঠে বলিউড পরিচালক রাজ নিদিমরুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার পরিকল্পনা অনেকদিনের ছিল সামান্থার

২০২১ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সামান্থা। ভক্তরাও চাইছিলেন, তিনি যেন দ্রুত এই কঠিন সময় কাটিয়ে নতুন কাউকে মন দেন। এরপর বলিউড পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে প্রেমে জড়ান। শোনা যায়, লিভ ইনেও থাকা শুরু করেছিলেন তারা।

অবশেষে সামান্থার নতুন সম্পর্কের পরিণয় ঘটল; অপেক্ষার অবসানও হলো ভক্তদের। জানা গেছে, কোনো আড়ম্বর ছাড়াই ছিমছাম আয়োজনে বিয়ে সেরেছেন সামান্থা ও রাজ। অনুষ্ঠানে দুই পক্ষের মাত্র ৩০ জন ঘনিষ্ঠ অতিথি উপস্থিত ছিলেন।

এও উল্লেখ করা হয়, বিয়ের জন্য সামান্থা লাল শাড়ি এবং রাজ দক্ষিণ ভারতীয় সাবেকি পোশাকে সেজেছিলেন। এছাড়াও, যে মন্দিরটিতে তাদের বিয়ে হয়েছে, সেটি ঈশা ফাউন্ডেশনের ভেতরে অবস্থিত। বিবাহবিচ্ছেদের পর থেকেই সামান্থার সদ্‌গুরু প্রতিষ্ঠিত এই সংস্থায় যাতায়াত বেড়েছিল, আর সেখানেই জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন অভিনেত্রী।

গত বছর ডিসেম্বরে নাগা চৈতন্য দ্বিতীয়বার অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করেনএরপর থেকেই সামান্থারাজ নিদিমরুর সম্পর্কের গুঞ্জন তীব্র হতে শুরু করেরাজের সঙ্গে একাধিকবার ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে এনেছেন সামান্থা নিজেই; কখনও তিরুপতির মন্দিরে, কখনও বা বিমানে রাজের কাঁধে মাথা রাখার মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি। শোনা যায়, নাগের দ্বিতীয় বিয়ের পরই নিজের সম্পর্কে সিলমোহর দিতে দ্রুত পদক্ষেপ নেন সামান্থা। যদিও বিয়ে নিয়ে সামান্থা বা রাজের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top