শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


কিউবার রাষ্ট্রপ‌তির কাছে বাংলাদে‌শি দূতের প‌রিচয়পত্র পেশ


প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৩ ১৭:৫৭

আপডেট:
১০ মে ২০২৫ ১৪:৩৭

 ফাইল ছবি

কানাডায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. খলিলুর রহমান অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল দিয়াজ ক্যানেল বারমুডেজের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

শ‌নিবার (১৫ এ‌প্রিল) কিউবার রাজধানী হাভানার প্রেসিডেন্সিয়াল প্যালেসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ‌্যমে দেশ‌টির রাষ্ট্রপ‌তির কা‌ছে রাষ্ট্রদূত প‌রিচয়পত্র পেশ ক‌রেন।

প‌রিচয়পত্র পেশের আগে বাংলা‌দে‌শি দূত প্রেসিডেন্সিয়াল প্যালেসে পৌঁছালে সেখানকার একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরিচয়পত্র প্রদানের আনুষ্ঠানিকতা শেষে কিউবার রাষ্ট্রপতি ও নবনিযুক্ত রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো এডুয়ার্ডো রদ্রিগেজ প্যারিলা উপস্থিত ছিলেন।

কিউবার রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কিউবার বিপ্লবী নেতা ও সাবেক রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোকপাত করেন।

তিনি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকে বিদ্যমান বন্ধুত্বের দৃঢ় বন্ধনের কথা তুলে ধরেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে কিউবার প্রতি বাংলাদেশের সমর্থনের ভূয়সী প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কিউবার জনগণ এবং বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর নেতৃত্বাধীন সরকারের সমর্থন এবং বঙ্গবন্ধু ও ফিদেল কাস্ত্রোর মধ্যে ব্যক্তিগত বন্ধুত্বের কথা স্মরণ করেন। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত মুক্তিযুদ্ধে ফিদেল কাস্ত্রোর সমর্থনের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কর্তৃক ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ পুরস্কার প্রদানের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন।

এছাড়া রাষ্ট্রদূত বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতি কিউবান সরকারের সমর্থনের জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান এবং কিউবাকে বাংলাদেশে আশ্রিত জোরপূর্বক বাস্তুচ্যুত ১৩ লাখ মিয়ানমার নাগরিককে তাদের নিজ দেশে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার অনুরোধ জানান।

রাষ্ট্রদূত বিশ্বের বর্তমান সংঘাত পরিস্থিতি ও অন্যান্য বিধিনিষেধের কারণে উদ্ভূত সমস্যার প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে ব্যবসায় সম্পর্ক জোরদার করার এবং বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

তি‌নি জি-৭৭ এর বর্তমান সভাপতি হিসেবে ফোরামটিকে শক্তিশালী করার জন্য কিউবাকে বিশেষ অনুরোধ করেন। রাষ্ট্রদূত উন্নয়নশীল বিশ্বের স্বার্থ সমুন্নত ও সুরক্ষা করতে ২০২৩ সালের সেপ্টেম্বরে হাভানায় অনুষ্ঠাতব্য আসন্ন জি-৭৭ শীর্ষ সম্মেলনে অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তি কর্তৃক হস্তক্ষেপের বিরুদ্ধে জোরালো বিবৃতি প্রদানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

রাষ্ট্রদূত কিউবার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফেরেইরো জোসেফিনা দে লা কারিদাদ ভিদাল এবং বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপমন্ত্রী ডেবোরা রিভাস সাভেদ্রার সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হন। এ লক্ষ্যে, পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো অন্বেষণ ও চিহ্নিত করতে এবং বাণিজ্য সম্পর্ক উন্নয়ন করার লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে তারা সম্মত হয়।

এছাড়া রাষ্ট্রদূত কিউবান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশ থেকে তৈরি পোশাক (আরএমজি), চামড়াজাত পণ্য এবং পাটের ফাইবার রপ্তানিসহ বাংলাদেশ ও কিউবার মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদারে করণীয় নির্ধারণে আলোচনা করেন। তারা উভয় দেশের চেম্বার অব কমার্সের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে সম্মত হন।

পাশাপা‌শি চিকিৎসা জীবপ্রযুক্তি এবং ফার্মাসিউটিক্যাল খাতে দুই দেশের বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির বিষয়ে তারা আলোকপাত করেন। এ লক্ষ্যে সুবিধাজনক সময়ে বাংলাদেশ থেকে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর একটি প্রতিনিধি দল কিউবা সফর করবে বলে দুই পক্ষ সম্মত হয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top