সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫, ১৬ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলায় সিইউজের নিন্দা


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৫ ২০:৫০

আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪৬

ছবি সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলায় নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

রোববার (৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো যুক্ত বিবৃতিতে সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট, জোবরা গ্রামসহ আশপাশের এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সিইউজের সদস্য ও পেশাদার সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তাদের ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করে।

সিইউজে নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। নেতৃবৃন্দ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

রোববার দুপুরে চবি শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গ্রামবাসীর হামলায় আহত হন ডেইলি স্টার পত্রিকার স্টাফ রিপোর্টার সিফায়াত উল্লাহ, দেশ টিভির নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ নাজিম, ভিডিও জার্নালিস্ট হাসান উল্লাহ, দীপ্ত টিভির ভিডিও জার্নালিস্ট সায়মন আল মুরাদ, সময় টিভির নুর জামাল আতিক, ইনডিপেন্ডেন্ট টিভির পিয়াল ঘোষ অর্নব ও আরটিভির ইমু খানসহ আরো বেশ কয়েকজন সাংবাদিক।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top