শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩, ১৪ই আশ্বিন ১৪৩০

Rupali Bank


বরিশালে সাংবাদিকদের ওপর চিকিৎসকদের হামলা, জেইউবির আল্টিমেটাম


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২৩ ২০:৫২

আপডেট:
২৯ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৩৫

ছবি সংগৃহিত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে সংবাদ সংগ্রহকালে সাত সাংবাদিকের ওপর চিকিৎসকদের হামলার বিচার চেয়ে মানববন্ধন করেছে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি)। এ সময় ১০ দিনের আল্টিমেটাম দেন নেতৃবৃন্দ।

বুধবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই কর্মসূচি পালিত হয়।

সংগঠ‌নের সভাপ‌তি স্বপন খন্দকা‌রের সভাপ‌তি‌ত্বে মানববন্ধনে বক্তব্য দেন ব‌রিশাল প্রেসক্লাবের সা‌বেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহামুদ, রিপোর্টার্স ইউনিটির সভাপ‌তি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাংবাদিক অপূর্ব অপু, কামরুল আহসান প্রমুখ।

বক্তারা সাংবা‌দিক‌দের ওপর হামলাকারী ডা. প্রবীর কুমার সাহা ও ডা. সৈয়দ বা‌কি বিল্লাহ‌কে বিচা‌রের আওতায় এনে স্বাস্থ্য মন্ত্রণালয়‌কে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আগামী ৯ সেপ্টেম্ব‌রের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচির ডাক দিবে সাংবাদিক ইউনিয়ন।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট দুপু‌রে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লে‌জে সংবাদ সংগ্রহকা‌লে সাতজন সাংবা‌দি‌কের ওপর হামলা চালায় চিকিৎসকরা। মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে র‍্যাগিংয়ের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীকে বাঁচাতেই এই হামলা বলে অভিযোগ সাংবাদিকদের।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : shomoynews[email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top