মারা গেছেন সাংবাদিক রায়হান এম চৌধুরী
প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২২ ০১:৩৮
আপডেট:
১ আগস্ট ২০২৫ ১৮:৩৩

ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিজনেস এডিটর রায়হান এম চৌধুরী মারা গেছেন।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমান বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, সিএমজেএফের সাবেক উপদেষ্টা রায়হান এম চৌধুরী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে আমরা শোকাহত। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শোক জানিয়ে জিয়াউর রহমান বলেন, সিএমজেএফ পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন রায়হান এম চৌধুরীর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।
এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।
সম্পর্কিত বিষয়:
সাংবাদিক
আপনার মূল্যবান মতামত দিন: