এবার রান্না শেখাবেন মাহফুজুর রহমান
প্রকাশিত:
১৩ আগস্ট ২০২১ ০২:১৩
আপডেট:
১১ জানুয়ারী ২০২৬ ০৫:৪৫
নিজের টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় কয়েক বছর ধরে প্রত্যেক ঈদে একক গানের সঙ্গীতানুষ্ঠান প্রচার করে তীব্র আলোচনা-সমালোচনায় রয়েছেন ড. মাহফুজুর রহমান।
এবার রান্না নিয়ে নিজের দক্ষতা দেখাতে টিভির পর্দায় হাজির হতে যাচ্ছেন এটিএন বাংলার চেয়ারম্যান। সেখানে তিনি একটি রেসিপি শেখাবেন।
এটিএন বাংলার সাপ্তাহিক অনুষ্ঠান ‘ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপি’তে রান্না করবেন মাহফুজুর রহমান।
মাহফুজুর রহমান অনুষ্ঠানটির একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে নিজে রান্না করবেন। শুধু তাই নয়; অনুষ্ঠান চলাকালীন সময়ে দর্শকদের জন্য বাড়তি বিনোদন হিসেবে মাহফুজুর রহমান খালি গলায় গানও গেয়ে শোনাবেন। তার কণ্ঠে ‘তোমার চোখে দুচোখ রেখে’ গানটি শুনতে পারবেন দর্শকরা।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে প্রতি ঈদে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে টেলিভিশনটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান।
সম্পর্কিত বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন: