এক দিনের হিসাবে
করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে
প্রকাশিত:
১৭ অক্টোবর ২০২১ ১৫:৪০
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০৪:৪৮

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৫ হাজার বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায় ৩ লাখ মানুষের। এক দিনের হিসাবে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, রোববার (১৭ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯ লাখ ১০ হাজার ৬৬ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ১১ লাখ ৭০ হাজার ৩৮৪ জনের। সুস্থ হয়েছেন ২১ কোটি ৮৪ লাখ ১২ হাজার ৬৯৭ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৩৫৮ জন। শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ৩১৮ জনের।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৭৫২ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ১৭৪ জন। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ৩৩৩ জন।
আপনার মূল্যবান মতামত দিন: