সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


চীনে 'কোরআন মজিদ' অ্যাপ সরিয়ে নিয়েছে অ্যাপল


প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২১ ১৫:২৪

আপডেট:
২০ মে ২০২৪ ১০:০৪

ছবি-সংগৃহীত

চীনা কর্মকর্তাদের অনুরোধে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কোরআন অ্যাপ সরিয়ে নিয়েছে অ্যাপল। অ্যাপলের অ্যাপ স্টোরে কোরআন মজিদ নামের অ্যাপটি বেশ জনপ্রিয়। এর প্রায় দেড় লাখ রিভিউ রয়েছে। বিশ্বের কোটি কোটি মুসলিম এই অ্যাপটি ব্যবহার করেন।

এ ব্যাপারে বিবিসির পক্ষ থেকে জানতে চাওয়া হলে চীনা কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।

অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান পিডিএমস জানিয়েছে, ‘অ্যাপলের দেওয়া তথ্য অনুযায়ী, আমাদের কোরআন মজিদ অ্যাপটি চীনা অ্যাপ স্টোর তেকে সরিয়ে নেওয়া হয়েছে, কারণ এর মধ্যে বেআইনি কনটেন্ট রয়েছে।’

চীনের বিরুদ্ধে শিনজিয়াংয়ের উইঘুর মুসলমানদের ওপর নির্যাতন ও গণহত্যার অভিযোগ রয়েছে। প্রদেশটির লাখ লাখ উইঘুরকে কারিগরি শিক্ষার নামে বন্দিশিবিরে আটক রাখা হয় বলে বিভিন্ন সময় আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে এসেছে। খবর বিবিসি।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top