বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


যুক্তরাজ্যে পরিবেশবাদীদের রাস্তা অবরোধ


প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২১ ২২:২০

আপডেট:
২ মে ২০২৪ ১০:৫২

ছবি-সংগৃহীত

বাসস্থানে উপযুক্ত তাপমাত্রা নিশ্চিত করতে এবং বাসা-বাড়িতে ইন্সুলেশনের আওতায় আনার দাবিতে যুক্তরাজ্যের ডার্টফোর্ট ক্রসিং এলাকায় বিভিন্ন দাবীতে বুধবার 'ইনসুলেট বৃটেন' নামে একটি পরিবেশবাদী সংগঠন রাস্তা অবরোধ করে বিক্ষোভ পদর্শন করেছে।

তাদের অবরোধের ফলে এম-২৫ এ তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় বেআইনি ভাবে রাস্তা অবরোধের কারণে ঘটনাস্থল থেকে পুলিশ ৩৫ জনকে আটক করে।

পরিবেশবাদীরা বলছেন, এভাবে আন্দোলন ছাড়া তাদের আর কোন পথ খোলা নেই। গত ১৩ই সেপ্টেম্বর থেকে 'ইনসুলেট বৃটেন' ২০২৫ সালের মধ্যে সামাজিক আবাসন ও ২০৩০ সালের মধ্যে সমস্ত বাড়ীতে তাপ-সংরক্ষন ব্যবস্থা স্থাপনের আহ্বান জানিয়ে আসছে।

সংগঠনের একজন মুখপত্র লিয়াম বিবিসিকে বলেছেন, ১০ বছরের মধ্যে যখন জ্বালানি সংকট দেখা দিবে, তাপপ্রবাহের সম্মুখীন হবেন তখন আপনি কি করতে চান? এসেক্স পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছে।।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top