শুক্রবার, ২৮শে নভেম্বর ২০২৫, ১৪ই অগ্রহায়ণ ১৪৩২

Shomoy News

Sopno


হংকংয়ে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১২৮


প্রকাশিত:
২৮ নভেম্বর ২০২৫ ১৫:০৫

আপডেট:
২৮ নভেম্বর ২০২৫ ১৭:৫৬

ফাইল ছবি

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে। গত বুধবার হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্টের এই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। যা খুবই দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে যায়।

একদিনের বেশি জ্বলার পর শুক্রবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আগুনে পোড়াদের উদ্ধারে অভিযান শুরু হয়। এতে এখন পর্যন্ত ১২৮ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। এরমধ্যে ৮৯ জনের মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের এক কর্মীও আছেন।

ভয়াবহ এ আগুনে আহত হয়েছেন আরও ৭৯ জন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সর্বশেষ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগুন প্রথমে ভবনের নিচে লাগে। এরপর এটি উপরের দিকে ছড়ায়। তবে কীভাবে আগুন লাগল সেটি এখনো জানা যায়নি।

আগুনের উত্তাপ একটা সময় ৫০০ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছিল। আর এত উত্তাপের কারণে কিছু জায়গায় আগুন নেভানোর পর সেখানে আবার আগুন জ্বলে উঠেছে।

অগ্নিকাণ্ডের আসল কারণ খুঁজে বের করতে কয়েকদিন সময় লাগতে পারে বলে ফায়ারের কর্মকর্তারা জানিয়েছেন।

ভয়াবহ এ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রায় আড়াই হাজার কর্মী কাজ করেছেন। এরমধ্যে ১২ জন আগুনে দগ্ধ হয়েছেন।

তাদের সঙ্গে ছিল ৩৯১টি ফায়ার ইঞ্চিন এবং ১৮৮টি অ্যাম্বুলেন্স। তবে সেখানে কোনো হেলিকপ্টার ব্যবহার করা হয়নি। কারণ আগুন যেহেত ভবনের ভেতর ছিল তাই হেলিকপ্টার থেকে পানি ছিটালে এটি খুব বেশি কার্যকর হতো না। এছাড়া কোনো ড্রোনও ব্যবহার করা হয়নি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top