আল আকসা মসজিদের খতিবের বিচার শুরু করছে ইসরায়েল
প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২৫ ১৪:১১
আপডেট:
১৮ নভেম্বর ২০২৫ ১৬:০৭
উত্তেজনা-উসকানি ছড়ানোর অভিযোগে ইসলাম ধর্মাবলম্বীদের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসা’র খতিব শেখ একরিমা সাব্বিরের (৮৬) বিচার শুরু করছে ইসরায়েল। শিগগিরই জেরুজালেমের ম্যাজিস্ট্রেট আদালতে তার বিচার শুরু হবে।
শেখ একরিমা সাব্বিরের আইনজীবীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। আইনজীবীরা জানিয়েছেন, “২০২৪ সালের আগস্ট মাসে শেখ একরিমা সাব্বিরের বিরুদ্ধে ধর্মীয় উসকানি ছাড়ানোর অভিযোগ নিবন্ধন করেছিল জেরুজালেম ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি প্রসিকিউটরের টিম। আদালত সেই অভিযোগ সম্প্রতি আমলে নিয়েছেন। বর্তমানে তার অভিযোগ সংক্রান্ত বিবরণের পর্যালোচনা চলছে। এই পর্ব শেষে হলেই বিচারকাজ শুরু হবে।”
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়ে গিয়ে ২০২৪ সালের ৩১ জুলাই তেহরানে নিহত হন ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ও শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। হানিয়া নিহত হওয়ার পর প্রথম জুমার নামাজের খুৎবায় তার মৃত্যুতে সমবেদনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছিলেন শেখ একরিমা সাব্বির।
হানিয়ার প্রতি সহানুভূতি প্রদর্শনের অভিযোগে শেখ একরিমা সাব্বিরকে আল আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইসরয়েল। ৮৬ বছর বয়সী এই খতিবের আইনজীবীরা জানিয়েছেন, শেখ একরিমাকে ইসরায়েল গ্রেপ্তার করেনি, তবে তাকে আল-আকসায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং তার বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
হানিয়া ছাড়াও বিভিন্ন সময়ে মসজিদে খুৎবা প্রদানের সময় ইসরায়েলের রাজনীতিবিদ ও সরকারী কর্মকর্তাদের সমালোচনা করার অভিযোগ করেছে শেখ একরিমার বিরুদ্ধে।
আ-আকসা মসজিদের অবস্থান পূর্ব জেরুজালেমে। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেমের দখল নেয় ইসরায়েল। পরে ১৯৮০ সালে পুরো জেরুজালেম দখল করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও জেরুজালেমকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি।
সম্পর্কিত বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন: