মালয়েশিয়ায় ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ
প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২৫ ২১:৪০
আপডেট:
২৭ অক্টোবর ২০২৫ ০০:৫২
আসিয়ান সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় আসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষোভকারীরা। রোববার (২৬ অক্টোবর) কুয়ালালামপুরে পৌঁছানোর পর ফিলিস্তিনপন্থি কয়েককশ বিক্ষোভকারী তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।
গাজা যুদ্ধে দখলদার ইসরায়েলকে সমর্থন দেওয়ায় এসব মানুষ কুয়ালালামপুরের স্বাধীনতা চত্ত্বর এবং আমপাং পার্ক এলাকায় জড়ো হয়ে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
আসিয়ানের ৪৭তম সম্মেলনে যোগ দিতে ট্রাম্প মালয়েশিয়ায় এসেছেন। দেশটিতে তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে যুদ্ধবিরতি এবং একাধিক বাণিজ্যিক চুক্তি ঘোষণা করেন।
কুয়ালামপুরের স্বাধীনতা চত্ত্বরে প্রখর রোদ উপেক্ষা করে শত শত মানুষ আসেন। তারা স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
আসমা হানিম মাহুদ নামে এক নারী জানিয়েছেন শুক্রবার মার্কিন দূতাবাসের সামনে ও আজ রোববার ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিতে তিনি ৩০০ কিলোমিটার দূর থেকে এসেছেন।
সংবাদমাধ্যম আলজাজিরাকে তিনি বলেছেন, “যাদের বিবেক আছে তারা জানেন ট্রাম্প গণহত্যার সহায়তাকারী। তাকে ছাড়া ইসরায়েল গাজায় এত মানুষ ও শিশুকে হত্যা করতে পারত না। এটি বোঝা খুব কঠিন কিছু নয়।”
চো চোন কাই নামে মালয়েশিয়ার সোশ্যালিস্ট পার্টির এক নেতা বলেছেন, “এটি যুক্তরাষ্ট্রের ঔপনেশিবাদের বিরুদ্ধে একাত্মতা প্রকাশের আন্দোলন। বিশ্বব্যাপী ফিলিস্তিনিসহ যেসব মানুষ মার্কিনিদের ঔপনেশিবাদের শিকার হয়েছে তাদের প্রতি একাত্মতা প্রকাশের আন্দোলন।”
সূত্র: আলজাজিরা
সম্পর্কিত বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন: