বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


দাবি রুশ হ্যাকারদের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১৭ লক্ষাধিক ইউক্রেনীয় সেনা


প্রকাশিত:
২১ আগস্ট ২০২৫ ১১:২২

আপডেট:
২১ আগস্ট ২০২৫ ১৩:৪৮

ছবি ‍সংগৃহিত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৭ লাখ ২১ হাজার ইউক্রেনীয় সেনা। রাশিয়ার চারটি হ্যাকার গ্রুপ সম্প্রতি এই দাবি করেছে। দুই দেশের বিভিন্ন সংবাদমাধ্যম এই সংবাদ প্রকাশও করেছে।

যে চারটি হ্যাকারগ্রুপ এই দাবি করেছে, সেগুলো হলো কিলনেট, পালাচ প্রো, ইউজার সেক এবং বেরেগিনি। নাম-পরিচয় গোপন রেখে এসব গ্রুপের সদস্যরা জানিয়েছেন, অতি সম্প্রতি তারা ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেলদের ব্যবহারের জন্য অনুমোদিত একাধিক ব্যক্তিগত কম্পিউটার এবং নেটওয়ার্কে হামলা চালিয়ে ইউক্রেনীয় সেনাবাহিনীর ডাটাবেইজে প্রবেশ করতে সক্ষম হয়েছেন। সেখান থেকেই জানা গেছে এ তথ্য।

নিহত ইউক্রেনীয় সেনাদের নাম, ছবি, পদ-পদবী, ব্যক্তিগত তথ্য এবং কবে কোথায় নিহত হয়েছেন— সেসব তথ্যও ডাটাবেইজ থেকে নিয়েছেন বলে দাবি করেছেন রুশ হ্যাকাররা।

কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনকে ঘিরে কয়েক বছর টানাপোড়েন চলার ২০২২ সালের ২৪ অক্টোবর থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।

রুশ হ্যাকারদের হিসেব অনুযায়ী, যুদ্ধের প্রথম বছর অর্থাৎ ২০২২ সালের ২৪ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নিহত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ইউক্রেনীয় সেনা। পরের বছর ২০২৩ সালে নিহত হয়েছেন ৪ লাখ ৫৪ হাজার, ২০২৪ সালে নিহত হয়েছেন ৫ লাখ ৯৫ হাজার এবং চলতি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন রেকর্ড ৬ লাখ ২১ হাজার ইউক্রেনীয় সেনা।

রুশ হ্যাকারদের এই দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেনের সরকার কিংবা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রসঙ্গত, গত সাড়ে তিন বছরের যুদ্ধে ইউক্রেন কখনও সরকারি ভাবে নিজেদের নিহত ও আহত সেনাদের সংখ্যা প্রকাশ করেনি। ২০২২ সালে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, যুদ্ধে নিহত হয়েছেন ৪৬ হাজার এবং আহত হয়েছেন ৩ লাখ ৮০ হাজার ইউক্রেনীয় সেনা।

রাশিয়ার হিসেব অনুযায়ী, যুদ্ধের গত সাড়ে তিন বছরে নিহত হয়েছেন ১০ লাখ ৮ হাজার ইউক্রেনীয় সেনা। সূত্র : আরটি।

এসএন/রুপা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top