জলপাইগুড়িতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে মৃত্যু ৭
প্রকাশিত:
৬ অক্টোবর ২০২২ ২১:৩৫
আপডেট:
১ আগস্ট ২০২৫ ১৬:৩২

পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে জলপাইগুড়ির মালবাজারে এ দুর্ঘটনা ঘটে।
ভারতের গণমাধ্যমগুলো জনিয়েছে, মালবাজারের মাল নদীতে প্রতিমা বিসর্জন দিতে অনেক মানুষের সামগম ঘটে। হঠাৎ পানির স্রোতে অনেকে ভেসে যান। এতে সাতজনের মৃত্যু খবর পাওয়া যায়। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।
জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, রাত সাড়ে ৮টার দিকে পাহাড় থেকে নেমে আসা পানিতে কয়েক জন ভেসে যান। তাদের মধ্যে সাতজনের লাশ উদ্ধার হয়েছে। কয়েক জন নদীর মাঝে একটা চরে আশ্রয় নেন। তাদের উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
সম্পর্কিত বিষয়:
প্রতিমা
আপনার মূল্যবান মতামত দিন: