11224

05/08/2025 জলপাইগুড়িতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে মৃত্যু ৭

জলপাইগুড়িতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে মৃত্যু ৭

আন্তর্জাতিক ডেস্ক

৬ অক্টোবর ২০২২ ২১:৩৫

পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে জলপাইগুড়ির মালবাজারে এ দুর্ঘটনা ঘটে।

ভারতের গণমাধ্যমগুলো জনিয়েছে, মালবাজারের মাল নদীতে প্রতিমা বিসর্জন দিতে অনেক মানুষের সামগম ঘটে। হঠাৎ পানির স্রোতে অনেকে ভেসে যান। এতে সাতজনের মৃত্যু খবর পাওয়া যায়। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।


জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, রাত সাড়ে ৮টার দিকে পাহাড় থেকে নেমে আসা পানিতে কয়েক জন ভেসে যান। তাদের মধ্যে সাতজনের লাশ উদ্ধার হয়েছে। কয়েক জন নদীর মাঝে একটা চরে আশ্রয় নেন। তাদের উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]