আরও ৩ বছরের কারাদণ্ড সু চির
প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২২ ২৩:০০
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১৯:৩৬

আরও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত গৃহবন্দী অং সান সু চিকে। সামরিক শাসিত মিয়ানমারের একটি আদালত সু চিকে এই কারাদণ্ড দেন। একটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এ ছাড়া সু চির পাশাপাশি এদিন তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ান নাগরিক শন টার্নেলকেও তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
প্রতিবেদনে বলা হয়েছে, অং সান সু চি ও তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা শন টার্নেলের বিরুদ্ধে সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এই অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।
তবে অভিযুক্তদের ৩ বছরের কারাদণ্ড দেন আদালত। অবশ্য উভয়ই নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন। কারাদণ্ডের বিষয় সম্পর্কে রয়টার্সকে দেওয়া তথ্য ওই সূত্রটি জানিয়েছে, সাজা ভোগের সময় কোনো কঠোর পরিশ্রম করতে হবে না।
সম্পর্কিত বিষয়:
অং সান সু চি
আপনার মূল্যবান মতামত দিন: