বুধবার, ৭ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


৭৫ বছর পর ভাই- বোনের দেখা


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২২ ০৪:২৪

আপডেট:
১১ সেপ্টেম্বর ২০২২ ০৪:২৭

 ছবি : সংগৃহীত

অমরজিৎ সিং নামে এক শিখ ব্যক্তি ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধর শহরের বাসিন্দা । সাতচল্লিশের দেশভাগের সময় তিনি তার পরিবার থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কর্তারপুরের গুরুদোয়ারা দরবারে গত বুধবার (৭ সেপ্টেম্বর) ৭৫ বছর পর তিনি তার পরিবারের সাথে দেখা করেন। হুইলচেয়ারে বসে মুসলিম বোন কুলসুম আখতারকে দেখার পর তার খুশির সীমা ছিল না।

জানা গেছে, সিং তার বোনের সাথে দেখা করতে ভিসা নিয়ে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত থেকে পাকিস্তানে পৌঁছেছিলেন। ৬৫ বছর বয়সী কুলসুম সিংকে দেখে তিনি তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। দুজনই একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। কুলসুম পাকিস্তানের ফয়সালাবাদ থেকে কর্তারপুরে এসেছিলেন। সঙ্গে তার ছেলে শাহজাদ আহমেদ এবং পরিবারের অন্য সদস্যরাও ছিল। দুই ভাই-বোন একে অপরের জন্য উপহার নিয়ে এসেছিলেন।

গণমাধ্যমকে কুলসুম জানান, তার বাবা-মা তার ভাই এবং এক বোনকে রেখে ১৯৪৭ সালে ভারতের জলন্ধর থেকে পাকিস্তানে চলে আসেন। কুলসুম পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন এবং তার মায়ের কাছ থেকে হারিয়ে যাওয়া ভাই এবং বোনের কথা শুনেছেন। তার মা হারিয়ে যাওয়া সন্তানদের কথা মনে হলেই কাঁদতেন।

কুলসুম আরো জানান, তিনি কখনো আশা করেননি তার ভাই এবং বোনের সাথে দেখা করতে পারবেন। কয়েক বছর আগে তার বাবার এক বন্ধু সর্দার দারা সিং ভারত থেকে পাকিস্তানে এসে তার সাথে দেখা করেছিলেন। তার মা দারা সিংকে ভারতে রেখে যাওয়া ছেলে ও মেয়ের কথা জানান এবং ভারতে তাদের গ্রামের নাম ও বাড়ির অবস্থান সম্পর্কে ধারণা দেন।

সর্দার দারা সিং তখন পাদাওয়ান গ্রামে সেই বাড়িতে যান এবং তাকে জানান যে তার ছেলে বেঁচে আছেন; কিন্তু তার মেয়ে মারা গেছেন। অমরজিৎ সিংকে একটি শিখ পরিবার ১৯৪৭ সালে দত্তক নিয়েছিল বলে জানা যায়।

ভাইয়ের তথ্য পাওয়ার পর কুলসুম তার ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এবং দেখা করার সিদ্ধান্ত নেন।

অমরজিৎ সিং জানান, যখন তিনি প্রথম জানতে পারলেন যে তার আসল বাবা-মা পাকিস্তানে ছিলেন এবং তারা মুসলিম, তখন তিনি ধাক্কা খান। তবে তিনি নিজেকে সান্ত্বনা দিয়েছিলেন এই ভেবে যে, অনেক পরিবারই সেই সময় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

সিং সব সময় তার আসল ভাই এবং বোনের সাথে দেখা করতে চেয়েছিলেন। তার তিন ভাই বেঁচে আছেন জেনে তিনি খুব খুশি। তার এক ভাই জার্মানিতে থাকতে মারা গেছেন।

সিং পাকিস্তানে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া তিনি তার পরিবারকে ভারতে নিয়ে যেতে চান। যাতে তারা শিখ পরিবারের সাথে দেখা করতে পারেন।

উল্লেখ্য, কর্তারপুর করিডরে দ্বিতীয়বারের মতো একটি পরিবারের পুনর্মিলন হলো। এর আগে মে মাসে একটি শিখ পরিবারের জন্ম নেওয়া একজন নারী কর্তারপুরে ভারত থেকে তার ভাইয়ের সাথে দেখা করেছিলেন। সেই নারীকে একটি মুসলিম দম্পতি দত্তক নিয়ে বড় করেছিলেন।

সূত্র : এনডিটিভি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top