রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


দুই কন্যাসন্তানকে দত্তক নেয়ায় সমালোচিত হয়েছিলেন সুস্মিতা


প্রকাশিত:
৯ মার্চ ২০২২ ২১:৪৭

আপডেট:
৯ মার্চ ২০২২ ২১:৫৩

ছবি : সংগৃহীত

বলিউড তারকা সুস্মিতা সেন দুই কন্যাসন্তানকে দত্তক নেওয়ার পর নানা প্রশ্নবাণে জর্জরিত হয়েছিলেন।  কিন্তু সেগুলোকে পাত্তা না দিয়ে নিজের নিয়মে চলেছেন বলিউডের ‘সিঙ্গেল মাদার’ সুস্মিতা সেন।

রেনে ও আলিশা দুই কন্যার গর্বিত মা সুস্মিতা সেন। সন্তানের জন্য তার পুরুষের প্রয়োজন পড়েনি। কোনো কিছুই তাকে আটকাতে পারেনি। বরং মাতৃত্বকে খোলা আকাশ দিয়েছেন তিনি। সন্তানদের জন্য কিছুদিন অভিনয় থেকেও নিয়েছিলেন বিরতি।

৮ মার্চ নারী দিবসে সেই পুরনো দিনগুলোর স্মৃতিচারণ করলেন সুস্মিতা। দুই কন্যাসন্তানকে দত্তক নেওয়ার পরের বিতর্ক এবং একঘর আনন্দের কথা মুক্ত কণ্ঠে জানালেন সুস্মিতা তার ইনস্টাগ্রাম পোস্টে।

ইনস্টাগ্রামে নিজের একটি বিজ্ঞাপনের ছবি পোস্ট করেন সুস্মিতা। যেখানে ‘সিঙ্গেল মাদার’ বিষয়ে জয়গান গাওয়া হয়েছে। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘আমার তখন ২৪ বছর বয়স। রেনে আমার হৃদয় থেকে জন্ম নিল। জীবনের একটি বড় সিদ্ধান্ত ছিল সেটি। অনেকে প্রশ্নও তুলেছিল। দত্তক নেবে কেন? বিয়ে না করে সন্তান পালন করবে কীভাবে? সিঙ্গেল মাদার হওয়ার জন্য আদৌ প্রস্তুত কি না? পেশাগত এবং ব্যক্তিজীবনে এই সিদ্ধান্তের কতটা প্রভাব পরবে তা আন্দাজ করতে পারছি কি? প্রশ্ন এবং মতের কোনো শেষ ছিল না, কিন্তু আমি জানতাম, বিশ্বাস করেছিলাম, ঠিক সিদ্ধান্ত নিচ্ছি। আমি মনে মনে জানতাম, মা হওয়ার জন্য একেবারে প্রস্তুত আমি।’

এখন সুস্মিতা মনে করেন, রেনেকে দত্তক নেওয়া তার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ছিল। রাম মাধওয়ানির ‘আরিয়া’ ওয়েব সিরিজ দিয়ে অনেকদিন পর আবার অভিনয়ে ফিরেছেন সুস্মিতা। দুটি সিজনেই তিনি নেট দুনিয়া কাঁপিয়েছেন।

এসএন/তাজা/২০২২


সম্পর্কিত বিষয়:

ইনস্টাগ্রাম সুস্মিতা সেন

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top