শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫, ২২শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


ইমরান খানকে জামাই বানাতে চেয়েছিলেন বলিউড অভিনেত্রী রেখার মা!


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৮

আপডেট:
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৬

ছবি ‍সংগৃহিত

বলিউড মানেই গ্ল্যামার, আর গ্ল্যামার মানেই রেখা। এই চিরসবুজ অভিনেত্রীর জীবনের প্রতিটি অধ্যায় যেন একেকটা সিনেমার চেয়েও রোমাঞ্চকর। প্রেম, বেদনা, সাফল্য সবকিছুতেই রেখা যেন এক জাদুকরী চরিত্র।

কিন্তু তার ব্যক্তিগত জীবনের এক অধ্যায়, যা আজও গুঞ্জনের কেন্দ্রে- তা হল পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সেই পুরনো খবর ভাইরাল হলে আবার শিরোনামে আসে এই দুই দেশের মানুষ। আর এমনটায় জানায়, ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে।

প্রতিবেদনের তথ্য অনুসারে, সময়টা ছিল ১৯৮০-এর দশক। বলিউড তখন রেখার সৌন্দর্য ও অভিনয়ে মুগ্ধ, আর ক্রিকেটপ্রেমী ভারতবাসী তখন ইমরান খানের ভক্ত। এমন সময় হঠাৎ গুঞ্জন ছড়ায়, রেখা ও ইমরান খান নাকি একে অপরের খুব ঘনিষ্ঠ! দু’জনকে একসঙ্গে বিভিন্ন পার্টি, অনুষ্ঠান এমনকি সৈকতে হাঁটতে পর্যন্ত দেখা গেছে। মিডিয়ার ভাষায়, তারা যেন 'শহরকে লাল করে দিচ্ছিল'—মানে প্রেমের রঙে রাঙিয়ে তুলছিল।

এ খবরের মাঝেও সবচেয়ে চমকপ্রদ অংশ ছিল রেখার মা পুষ্পাভল্লীর প্রতিক্রিয়া। একটি পুরোনো প্রতিবেদনের অনুযায়ী, তিনি এতটাই ইমরান খানে মুগ্ধ ছিলেন যে, এক জ্যোতিষীর কাছে পর্যন্ত যান জানতে যে ইমরান রেখার জন্য আদর্শ পাত্র কি না! যদিও সেই জ্যোতিষী কী বলেছিলেন তা জানা যায়নি। তবে পুষ্পাভল্লী ছিলেন একেবারেই নিশ্চিত, ইমরান হতে পারেন তার জামাই!

সেই রিপোর্টে আরও বলা হয়েছিল, সৈকতে একান্ত সময় কাটাতে দেখা যায় রেখা ও ইমরানকে। যারা তাদের একসঙ্গে দেখেছিলেন, তারা বলেছিলেন 'ওদের মধ্যে ছিল গভীর ভালবাসা ও দুর্দান্ত রসায়ন!' চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে, বলিউড অভিনেত্রী রেখা ও পাকিস্তানের হ্যান্ডসাম হিরোর প্রেম নাকি পরিণতির দিকে এগোচ্ছে।

কিন্তু হঠাৎ করেই থেমে যায় সেই গল্প। কোনো বিয়ে হয়নি, কোনো ঘোষণা আসেনি। রেখা ও ইমরান ধীরে ধীরে নিজেদের পথে চলে যান। সম্পর্ক নিয়ে কখনো কেউ মুখ খোলেননি। আর তাতেই যেন রহস্য আরও বেড়ে যায়।

আজও এই গল্পটা এক অমীমাংসিত কাহিনি হয়ে আছে। কেউ বলেন সত্যি, কেউ বলেন পুরোটাই মিডিয়ার বানানো। রেখা ও ইমরান খানের এই সম্পর্কের গুঞ্জন আজও বলিউড ইতিহাসের এক চিরন্তন রহস্য। গসিপের পাতায় যখনই ফিরে আসে, দর্শকের কৌতূহল আবারও জেগে ওঠে তাদের ঘিরে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top