বৃহঃস্পতিবার, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫, ২০শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


ঋষির জন্মদিনে আবেগী পোস্ট নীতুর


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৭

আপডেট:
৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৪

ছবি ‍সংগৃহিত

বলিউডের অন্যতম কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুর। সিনেমার মধ্য দিয়ে অভিনেতা ঋষি কাপুর রয়ে গিয়েছেন সর্ব সাধারণের মনে। প্রয়াত ঋষিকে স্ত্রী নীতু কাপুর ও ছেলে রণবীর কাপুর জীবনের প্রতিটা ক্ষণে মিস করেন।

আজ তার ৭৩তম জন্মদিনে আবেগে ভাসলেন নীতু ৷ সোশাল মিডিয়ায় পুরনো একটি ভিডিও শেয়ার করেছেন নেটিজেনদের মাঝে। যেখানে ঋষি কাপুরের দুষ্টুমি মাতিয়ে দিয়েছিল সকলকে।

এদিন ইন্সটাগ্রাম হ্যান্ডেলে অভিনেত্রী নীতু যে ভিডিও শেয়ার করেন সেটি ছিল 'খুল্লাম খুল্লা-লাইভ উইথ ঋষি কাপুর' এর একটি ক্লিপিংস। সেই ভিডিওতে দেখা যায়, ভাই রণধীর কাপুর, ছেলে রণবীর কাপুর, মেয়ে ঋদ্ধিমা, বোন রিমা, পরিচালক রমেশ সিপ্পি, অভিনেতা জিতেন্দ্রসহ আরও অনেককে।

সেই ভিডিওর ক্যাপশনে নীতু লেখেন, ‘তুমি সবসময় আমাদের মনে বেঁচে থাকবে, শুভ জন্মদিন।’ এদিকে ঋষি কাপুরকে শেষবার 'শর্মাজি নমকিন' সিনেমায় দেখা যায়। হিতেশ ভাটিয়া পরিচালিত এই কমেডি-ড্রামা ছবিটির শুটিং শুরু হয় 2020 সালের জানুয়ারিতে। কিন্তু ঋষি কাপুরের আকস্মিক মৃত্যুর কারণে শুটিং বন্ধ রাখা হয়।

'হেরা ফেরি' অভিনেতা পরেশ রাওয়ালকে ঋষি কাপুরের বাকি দৃশ্যগুলো সম্পূর্ণ করার জন্য কাস্ট করা হয়। ছবিটি ৩১ মার্চ ২০২২ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায়।

প্রসঙ্গত, ২০১৮ সালে ঋষি কাপুরের লিউকেমিয়া ধরা পড়ে ৷ তিনি চিকিৎসার জন্য নিউ ইয়র্ক সিটিতে যান। এক বছর সফল চিকিৎসার পর তিনি ভারতে ফিরে আসেন। তবে শ্বাসকষ্টের কারণে ২০২০ সালের ২৯ এপ্রিল তাকে স্যার এইচ. এন. রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। পুনরায় লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে তিনি ৩১ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷

 


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top