শুক্রবার, ৫ই সেপ্টেম্বর ২০২৫, ২০শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


শিল্পা শেঠির রেস্তোরাঁ বন্ধের খবরটি সত্যি নয়


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১২

আপডেট:
৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

ছবি ‍সংগৃহিত

বন্ধ হচ্ছে শিল্পা শেঠির রেস্তরাঁ ‘বাস্টিয়েন’ — খবরটি বেশ ফলাও করে প্রচার করেছিল ভারতীয় সংবাদমাধ্যম। এবার মুখ খুলল রেস্তরাঁর টিম। তারা জানাল, রেস্তরাঁ বন্ধের খবরটি গুজব।

‘বাস্টিয়েন মুম্বাই’ টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আসলে রেস্তরাঁ বন্ধ হচ্ছে না। খোলনলচে বদলে নতুন অবতারে আসছে এই জনপ্রিয় ফুড,এবং আড্ডা জয়েন্ট। রেস্তরাঁর নতুন নাম ‘আম্মাকাই’। বান্দ্রাতেই এবার মায়ের হাতের সেরা দক্ষিণী খাবার পরিবেশন করবে টিম বাস্টিয়েন। অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে এই রেস্তরাঁ নতুনভাবে খুলতে চলেছে বলে জানা গেল।

‘বাস্টিয়েন’ কর্তৃপক্ষ বলছে, আপনারা গুজব ছড়ান, আমরা বরং অতিথিদের চা পরিবেশন করি। আমাদের ব্র্যান্ড এবার পুরনো ইনিংস শেষ করে নতুন অধ্যায় শুরু করতে চলেছে।

এর আগে বাস্টিয়েন নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে শিল্পা লিখেছিলেন, “এই বৃহস্পতিবার এক বড় অধ্যায়ের সমাপ্তি হচ্ছে। আমরা মুম্বাইয়ের অন্যতম গন্তব্যস্থল ‘বাস্টিয়েন বান্দ্রা’কে বিদায় জানাতে চলেছি ওই দিন। এই রেস্তরাঁ আমাদের অসংখ্য সুখস্মৃতি দিয়েছে। অসংখ্য মনে রাখার মতো রাতের সাক্ষী এই রেস্তরাঁ। এই শহরের নিশিযাপনকে এক নতুন রূপ দিয়েছিল এই রেস্তরাঁ। এবার তাকে বিদায় জানানোর পালা।”

শিল্পার পোস্ট দেখে অনেকেই ভেবেছিলেন বন্ধ হচ্ছে বাস্টিয়েন। এতে অনুরাগীরাও হয়েছিলেন মর্মাহত। রাজ-শিল্পার রেস্তোরাঁটির যাত্রা শুরু হয় ২০১৬ সালে। সামুদ্রিক খাবারের জন্য বিখ্যাত ছিল ‘বাস্টিয়েন’।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top