সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫, ১৬ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


সুশান্তের মৃত্যুর পাঁচ বছর পর মারা গেলেন তার নায়িকা


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৫ ১৩:৪১

আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৩

ছবি সংগৃহীত

বলিউডের আকাশে শোকের ছায়া। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মারাঠে। আজ রোববার (৩১ অগস্ট) সকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর।

শোবিজ ক্যারিয়ারে শুধু হিন্দি সিনেমা নয়, তিনি মারাঠি ভাষায় বেশকিছু টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে অঙ্কিতা লোখান্ডে এবং প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সুপারহিট ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’র মাধ্যমে তিনি বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হিন্দি ও মারাঠি ইন্ডাস্ট্রিতে।

মৃত্যুকালে তার স্বামী মারাঠি অভিনেতা শান্তনু মোঘেকে রেখে গেছেন। অভিনেত্রী ২০১২ সালে অভিনেতা শান্তনুকে বিয়ে করেন। ২০২৪ সালে ‘তুজেচ মি গীত গাত আহে’ ধারাবাহিকে অভিনয়ের সময় ক্যানসারে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে ধারাবাহিক থেকে সরে দাঁড়ান। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ছিলেন প্রিয়।

জট খুলল সুশান্তের মৃত্যুর রহস্যের
অভিনেত্রী সর্বশেষ পোস্ট করেছিলেন গত ১১ আগস্ট। পোস্টে অভিনেত্রী তার স্বামীর সঙ্গে জয়পুর ভ্রমণের ছবি শেয়ার করেছিলেন।

অভিনেত্রীর উল্লেখযোগ্য ধারাবাহিকগুলো মধ্যে রয়েছে, ‘চার দিন সাসুচে’, ‘তু তিথে মি’, ‘স্বরাজ্যরক্ষক সন্তাজি’, ‘য়া সুখানো ইয়া’, ‘সাথ নিভানা সাথিয়া’, ‘তুজেছ মি গীত গাত আহে’, ‘ভাগে রে মন’, ‘জয়স্তুতে’সহ আরও অনেক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছিলেন।

১৯৮৭ সালের ২৩ এপ্রিল মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার বেড়ে ওঠা। মুম্বাইয়ের স্কুল ও কলেজ থেকেই পড়াশোনা শেষে অভিনয় জীবন শুরু করেন। মারাঠি ধারাবাহিক ‘ইয়া সুখানোয়া’ এবং ‘চার দিবস সাসুছে’-এর মাধ্যমে টেলিভিশনে অভিষেক হয় অভিনেত্রীর।


এসএম/রিয়া


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top