নেটিজেনদের সমালোচনার শিকার রেহাম রফিক
প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৫ ১০:৪০
আপডেট:
৩১ আগস্ট ২০২৫ ১০:৪৫

পাকিস্তানী অভিনেত্রী ও নৃত্যশিল্পী রেহাম রফিক। তার অভিনীত ‘পারওয়ারিশ’ নাটকটি দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই নাটকে আমাল সুলাইমানের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
বিশেষ করে কিশোরী ও তরুণী মেয়েরা তার অভিনীত চরিত্রের সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পাওয়ায় রেহাম খুব অল্প সময়েই সবার প্রিয় হয়ে উঠেছেন। অভিনয়ের পাশাপাশি রেহাম মূলত একজন নৃত্যশিল্পী।
একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নৃত্যশিল্পীর পেশায় সাফল্যের সম্ভাবনা কম হওয়ায় তিনি অভিনয়ে এসেছেন। তার অভিনয় ইতোমধ্যে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছে।
ছোটবেলা থেকেই তিনি মিডিয়াতে কাজ করছেন এবং নিজেকে একজন পরিণত শিল্পী হিসেবে গড়ে তুলেছেন। সম্প্রতি রেহামের ছোটবেলার একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওটি নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।
একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘সে ছোটবেলা থেকেই এটা করছে।’ আরেকজন লিখেছেন, ‘ছোটবেলায় তাকে দেখতে খারাপ লাগতো, এখনও সে তেমনই আছে।’
এসএম/রিয়া
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: