প্রথম কাজেই প্রশাসনকে খোঁচা? আরিয়ানের সংলাপে উঠে এলো মাদককাণ্ড
প্রকাশিত:
২১ আগস্ট ২০২৫ ১৭:৩৩
আপডেট:
১১ জানুয়ারী ২০২৬ ২৩:৩৭
শাহরুখপুত্র আরিয়ান খানের ‘ব্যাডস অফ বলিউড’-এর হাইভোল্টেজ প্রচার অনুষ্ঠান বর্তমানে বি-টাউনে টক অফ দ্য টাউন। আসন্ন এই সিরিজটির পেছনে চার বছরের সাধনা এই তারকাসন্তানের। তবে শুধু পর্দার পেছনেই নয়, সামনেও দেখা গেছে আরিয়ানকে। সব মিলিয়ে দর্শকদের মাঝে তুমুল আলোচনা প্রোজেক্টটি নিয়ে। এবার আলোচনায় চলে এলো সিরিজটিতে থাকা একটি ইঙ্গিতপূর্ণ সংলাপ।
সদ্যই মুক্তি পেয়েছে আরিয়ানের ‘ব্যাডস অফ বলিউড’ সিরিজটির ঝলক। তার এক দৃশ্যে গল্পের নায়ককে জেলের ভেতরে দেখা যায়। আর তার ঠিক পরই আসে একটি সংলাপ, যা নিয়ে বেশ শোরগোল বিনোদন দুনিয়ায়।
সেই দৃশ্যে এক পুলিশকর্মীকে বলতে শোনা যায়, ‘চিন্তা কোরো না, জেলের ভেতর থাকলে জনপ্রিয়তা আরও বেড়ে যায়।’ আর সেই দৃশ্য নেটমাধ্যমে ভাইরাল। নেটিজেনদের মত, আরিয়ান সম্ভবত প্রশাসনকে খোঁচা দিতে এমন সংলাপ রেখেছেন।
উল্লেখ্য, ২০২১ সালে নভেম্বর মাসে প্রমোদতরীতে পার্টি করতে গিয়ে মাদককাণ্ডে নাম জড়ায় আরিয়ান খানের। সে সময় আরিয়ানকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আর সেই গ্রেপ্তারিকেই সিরিজের মুখরোচক সংলাপের মাধ্যমে ব্যঙ্গ করলেন কি না শাহরুখ পুত্র- তা নিয়ে আলোচনা।
এসএন/রুপা
সম্পর্কিত বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন: