সোমবার, ১২ই জানুয়ারী ২০২৬, ২৮শে পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


শাহরুখের স্টাইলেই এন্ট্রি, টিজারে আরিয়ানের চমক!


প্রকাশিত:
১৭ আগস্ট ২০২৫ ১৫:১৪

আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ০৫:০৬

ছবি ‍সংগৃহিত

কথায় আছে, বাপকা বেটা— আর বলিউডের দর্শকমহলে এখন এমনই আলোচনা। ওয়েব সিরিজ দিয়েই ডেবিউ হলো বলিউড কিং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের; যেখানে বাদশাপুত্র এন্ট্রি দেন একেবারে বাবার চিরচেনা ভঙ্গিতেই।

সদ্যই প্রকাশ্যে এল আরিয়ানের প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’র ফার্স্ট লুক ও টিজার। আর তা দর্শকদের নজরে আসতেই আরিয়ানকে ‘ছোট বাদশা’ বলছেন কেউ কেউ। তবে শুধু অভিনয়ই নয়, এই সিরিজের চিত্রনাট্য ও পরিচালনাও করেছেন আরিয়ান নিজে।

ওয়েব সিরিজটির টিজারের শুরুতেই বাজতে দেখা যাচ্ছে ‘মহব্বতে’ ছবির সেই ভায়োলিনের টিউন ও দৃশ্য; সঙ্গে সেই সংলাপ ‘এক লাড়কি থি দিওয়ানি সি’। যা মনে করিয়ে দেয় বহু বছর আগের সেই ছবির কথা।

টিজারের শুরুতেই প্রথমে রোম্যান্টিক দৃশ্য দেখালেও আরিয়ান এন্ট্রি নেওয়ার পরই ছবিটা বেশ অন্যরকম হয়ে যায়। কিছুটা রোম্যান্স আর কিছুটা অ্যাকশন।

এখানেই শেষ নয়, আরিয়ানকে বলতে শোনা যায় ‘বলিউড জিসসে আপনে সালো সে প্যায়ার ভি কিয়া অউর ওয়ার ভি কিয়া, ম্যায় ভি ওহি করুঙ্গা।’ তার মুখে এই সংলাপ শুনে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে, আরিয়ান তার প্রথম সিরিজ তার বাবা বলিউডের বাদশা শাহরুখ খানকেই ডেডিকেট করছেন।

টিজার দেখার সঙ্গে সঙ্গে দর্শকমনে এক অন্য উন্মাদনা শুরু হয়েছে। গৌরী খান প্রযোজিত, আরিয়ান পরিচালিত ও অভিনীত এই সিরিজটির নেটফ্লিক্সে চলতি বছরের শেষে স্ট্রিমিং শুরু হবে বলে জানা গেছে। তবে তার দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top