কেন বিয়ে করেননি সমু চৌধুরী?
প্রকাশিত:
১৭ আগস্ট ২০২৫ ১১:২৪
আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ২০:২৯

ছোটপর্দা ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী। মাস দুই আগে টাঙ্গাইলের গফরগাঁওয়ের মিসকিন মাজারের গাব গাছতলায় মাটির ওপর মাদুর পেতে গামছা পরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়।
এই ঘটনায় পর থেকে নতুন করে আলোচনায় আসেন এ অভিনেতা। অর্থ, যশ ও দর্শকপ্রিয় কোনোটার কমতি নেই। তবুও কেন বিয়ে করলেন না তা নিয়ে ভক্তদের মনে রয়েছে কৌতূহল। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে না করার কারণ জানিয়েছেন সমু চৌধুরী।
আগেও একবার বাড়ি ছেড়েছিলেন সমু চৌধুরী
ওই সাক্ষাৎকারের সঞ্চালক অভিনেতাকে প্রশ্ন করেন আপনি কেন বিয়ে করলেন না- এমন প্রশ্নের জবাবে নিয়তিকে দুষলেন অভিনেতা। তিনি বলেন, ‘বিয়ে হয়তো আমার কপালে ছিল না। তা নাহলে আমার মতো একজন সুপুরুষ, এত জনপ্রিয় অভিনেতার বউ জুটবে না কেন? ১৯৯৩ সালে যখন আমার বিয়ের সময় তখন বাবা ও বোনের সড়ক দূর্ঘটনায় মৃত্যু, আমাকে দাঁড় করিয়ে দেয় না এটা সম্ভাব না।’
এরপর তিনি যোগ করেন, ‘আমি বিয়ে করে ফেললে আমার পরিবার শেষ হয়ে যাবে। কোন মেয়ে আসবে, কী বৃত্তান্ত আমকে কীভাবে চালাবে। দেখা গেল আমার পরিবারের দিকে আমি তাকাতে পারছি না। এখানে আমার পরিবারের জন্য বড় ত্যাগ দিয়েছি।’
সবশেষে অভিনেতা সমু বলেন, ‘২০০৩ এর দিকে বিয়ে কথা হলে তখন বলে বয়স বেশি হয়েছে। এখন একটা প্রেমের জন্য যে নারী দরকার সে নারীটা পাব না। ডিভোর্সি, বিধবা বিয়ে করতে হবে। এগুলো মরা পচা নিয়ে চলে লাভ কী? এর থেকে একা থাকাই ভালো। এইজন্য বিয়ে করিনি।’
যশোরে মায়ের কাছে ফিরলেন সমু চৌধুরী
সাক্ষাৎকারের এক পর্যায় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে বলেন, আমাকে সবাই চেনে। আমাকে সবাই ভালোবাসে এটাই আমার পাওয়া। আমি যদি পাগলও হয় তাও তোমাদের। সমু চৌধুরী তোমাদের। সমু পাগল তোমাদের। সমু তাঁর একার না।’
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: