হিন্দি সিরিজে নতুন চ্যালেঞ্জে সন্দীপ্তা সেন
প্রকাশিত:
১৭ আগস্ট ২০২৫ ১০:৪১
আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ১১:২০

টানা ১২ বছর ছোটপর্দায় নিয়মিত কাজ করার পর সাময়িক বাংলা সিরিয়াল থেকে বিরতি নিয়েছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। তবে থেমে থাকেননি তিনি। বড়পর্দা ও ওয়েব সিরিজে একের পর এক কাজ করে গেছেন। এবার তার কাজ আরও বেড়েছে। সর্বভারতীয় চ্যানেলের জন্য নির্মিত সীমিত পর্বের সিরিজ ‘সম্পূর্ণা’-য় মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে।
এই কাজের সুবাদে কলকাতার নিজের জায়গা, মা-বাবা ও স্বামীকে ছেড়ে এখন চণ্ডীগড়ে রয়েছেন সন্দীপ্তা। জানালেন, নতুন শহরে প্রতিদিনই নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তিনি।
অনেকের ধারণা, কলকাতার মানুষ ভালো হিন্দি বলতে পারেন না— সমস্যা কি সেখানেই? এমন প্রশ্নে সন্দীপ্তার জবাব, ‘একেবারেই না। আমি কলকাতার ভবানীপুরে বড় হয়েছি, হিন্দি বলতে আমার খুব একটা অসুবিধা হয় না। তবে চণ্ডীগড়ের আবহাওয়া আর খাবারের সঙ্গে এখনও মানিয়ে নিতে পারিনি।’
পেশাদার অভিনেত্রী হিসেবে সবসময়ই ভিন্ন চরিত্রে কাজ করার ইচ্ছে রাখেন তিনি। এবার চ্যালেঞ্জ আরও বড়; একজন পাঞ্জাবি মেয়ের চরিত্রে অভিনয়। যদিও প্রস্তুতির জন্য খুব বেশি সময় হাতে পাননি, কারণ শুটিং শুরু হওয়ার মাত্র পাঁচ দিন আগে চরিত্র ও গল্প সম্পর্কে জেনেছিলেন।
বাংলা ওয়েব সিরিজ ‘নষ্টনীড়’ অবলম্বনে তৈরি হচ্ছে এই সিরিজ ‘সম্পূর্ণা’। ‘নষ্টনীড়’-এর পরিচালক অদিতি রায়ের ইচ্ছাতেই চণ্ডীগড়ের এক পাঞ্জাবি পরিবারের মেয়ে ‘মিট্টি’ হয়ে উঠেছেন সন্দীপ্তা সেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: