‘ভালোবাসার মানুষকে অন্য কারও সঙ্গে দেখা সহজ নয়, খুব কষ্ট হয়েছে’
প্রকাশিত:
২২ জুলাই ২০২৫ ১২:৪৩
আপডেট:
২২ জুলাই ২০২৫ ১৮:৫২

প্রাক্তন স্বামী অনুরাগ কাশ্যপের কন্যার বিয়েতে উপস্থিত হয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী কল্কি কেকলাঁ। বিচ্ছেদের পরও বন্ধুত্ব রক্ষা করা যে সহজ নয়, তা মেনে নিচ্ছেন তিনি।
অভিনেত্রী জানালেন, প্রাক্তনকে অন্য কারও সঙ্গে দেখা যে কতটা বেদনাদায়ক, সেই অভিজ্ঞতাই হয়েছে তার।
২০০৮ সালে ‘দেব ডি’ ছবির শুটিংয়ে প্রেমে পড়েন অনুরাগ-কল্কি। ২০১১ সালে বিয়ে, আর ২০১৫ সালে বিচ্ছেদ। সেসময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কল্কি। অভিনেত্রী স্বীকার করেছেন, সুস্থ থাকতে চিকিৎসকের সাহায্য নিতে হয়েছিল তাকে।
এর আগে অনুরাগ প্রথম স্ত্রী আরতি বজাজের সঙ্গে বিচ্ছেদ করে কল্কিকে বিয়ে করেছিলেন। তবে সেই দাম্পত্যও টেকেনি।
কল্কির কথায়, “প্রথম প্রথম খুব কষ্ট হয়েছিল। ভালোবাসার মানুষকে অন্য কারও সঙ্গে দেখা সহজ নয়। তবে ওর জীবন থেকে দূরে সরে যেতেই ধীরে ধীরে নিজেকে সামলে নিতে পেরেছিলাম। এখন মাঝেমধ্যে আমাদের দেখা হয়, কথা হয়, মোটের উপর সব স্বাভাবিক আছে।”
মাত্র ১৩ বছর বয়সে মা-বাবার বিচ্ছেদ দেখেছিলেন কল্কি। তার প্রভাব যে জীবনের অনেক ক্ষেত্রেই পড়েছে, তাও জানিয়েছেন অভিনেত্রী। তার মতে, সেই শৈশবের ক্ষতই অনুরাগের সঙ্গে তার সম্পর্কেও প্রভাব ফেলেছে।
তবে আজও প্রাক্তন স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি তিনি। বললেন, “অনুরাগের জন্যই বলিউডের ৩০০-৪০০ মানুষকে চিনি।” তাই অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপের বিয়েতে যাওয়ার জন্য দ্বিতীয়বার ভাবেননি কল্কি।
অনুরাগের সঙ্গে বিচ্ছেদের পর জীবনে নতুন অধ্যায় শুরু করেন অভিনেত্রী। ২০২০ সালে কন্যা সন্তানের মা হন তিনি। এরপর ২০২৪ সালে প্রেমিক গাই হার্সবার্গকে বিয়ে করেন কল্কি।
মা হওয়ার কারণে তাকে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছিল, তবু থেমে থাকেননি অভিনেত্রী। বর্তমানে গাই এবং কন্যাকে নিয়ে গোয়ায় বসবাস করছেন কল্কি কেকলাঁ।
এসএন /সীমা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: