সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২

Shomoy News

Sopno


জীবনের দুটি বাজে অভিজ্ঞতা শোনালেন ফাতিমা সানা


প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫ ১৫:২০

আপডেট:
১৪ জুলাই ২০২৫ ২০:২৮

ছবি সংগৃহীত

কাজের প্রলোভনে একজনের কাছে যৌন সুবিধা চাওয়া বা কাস্টিং কাউচের ঘটনা বলিউড টালিউডে অহরহ। এমন হীন ঘটনার মুখোমুখি হয়েছিলেন ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা সানা শেখ। ইন্ড্রাস্ট্রিতে যৌন হেনস্থার ব্যাপারে বরাবরই সরব তিনি। সম্প্রতি শুনিয়েছেন তার সঙ্গে ঘটে যাওয়া দুটি বাজে অভিজ্ঞতার গল্প।

স্মৃতিচারণ করে এক সাক্ষাৎকারে ফাতিমা বলেছেন, ‘একবার একজন বাজেভাবে আমাকে ছুঁয়েছিল। আমি চড় মেরেছিলাম। তিনিও আমাকে জোরে আঘাত করেছিলেন। আমি মাটিতে পড়ে গিয়েছিলাম। আক্রান্ত হয়েছিলাম বলেই তাকে চড় মেরেছিলাম। কিন্তু আমার প্রতিরোধে সে রেগে গিয়েছিল। ওইদিনের পর আমি আরও সতর্ক হয়েছি।’

ওই সাক্ষাৎকারে ফাতিমা কোভিড চলাকালের একটি ঘটনা সামনে এনেছেন, ‘আমি সেদিন মাস্ক পরে সাইকেলিং করছিলাম। তখন একজন কারচালক আমাকে ফলো করতে থাকে। সে একনাগাড়ে হর্ন বাজিয়ে যাচ্ছিল। আমাকে দেখে বাজে শব্দ করছিল। আমি যতক্ষণ না রাস্তা বদলাম ততক্ষণ সে আমার পিছু ছাড়েনি। এটা ভয়ানক ছিল।’

ভারতের তারকা এই অভিনেত্রী এক সাংবাদিককে জানিয়েছেন শুরুর দিকে যখন তিনি ইন্ড্রাস্ট্রিতে আসছিলেন তখন একজন এজেন্টের সঙ্গে ফোনে কথা বলার সময় অস্বস্তিদায়ক অফার ‍শুনেছিলেন। সানা বলেছেন, ‘উনি আমাকে বলেছিলেন, আপনি সবকিছু করতে রাজি তো? শুনে আমি বলেছিলাম, অবশ্যই। চরিত্র ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করব। কিন্তু উনি সেদিকে না গিয়ে কেবল ইঙ্গিতপূর্ণ কথাই বলে চললেন। একটা সময় পর আমি নির্বাক হয়ে গিয়ে কেবল লক্ষ করছিলাম মানুষ কতটা নিচে নামতে পারে!’

২০১৫ সালে ফাতিমা একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু তারপর থেকে আর কোনও দক্ষিণী ছবিতে দেখা যায়নি। শিশুশিল্পী হিসেবেও কাজ করেছিলেন ফাতিমা। বলিউডে তার প্রথম ছবি ‘দঙ্গল’। সেই ছবিতে প্রশংসা পান অভিনেত্রী। এরপরে ‘লুডো’, ‘অজীব দাস্তাঁ’, ‘ধক ধক’-এর মতো ছবিতে অভিনয় করেছেন ফাতিমা।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top