রবিবার, ১১ই জানুয়ারী ২০২৬, ২৭শে পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


হানিয়া আমিরের সিনেমার ওপর নিষেধাজ্ঞা


প্রকাশিত:
২৩ জুন ২০২৫ ১২:৪৫

আপডেট:
১১ জানুয়ারী ২০২৬ ০৩:৩০

ছবি সংগৃহীত

সৌন্দর্য দিয়ে সীমারেখা ভেঙেছেন পাকিস্তানের তারকা হানিয়া আমির। গোটা উপমহাদেশে তার অগণিত ভক্ত। এবার তাদের জন্য মন খারাপ করা সংবাদ। কেননা নিষেধাজ্ঞার কবলে হানিয়ার সিনেমা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বিয়ের প্রশ্নে যা বললেন হানিয়া আমির
পহেলগাঁও কাণ্ডের পর সামাজিক মাধ্যমে নিষিদ্ধ করা হয় পাকিস্তানের শিল্পীদের। বলিউডের সিনেমাগুলোর পোস্টার থেকেও বাদ দেওয়া হয় তাদের মুখ। এদিকে ‘সর্দারজি ৩’ নামের একটি সিনেমায় কাজ করেছেন হানিয়া। তাকেও বাদ দেওয়ার দাবি তোলা হয়। কিন্তু বেশ কিছুদিন আগে ছবির কাজ শেষ হওয়ায় বাদ দেওয়া সম্ভব হয়নি। তবে তার কারণে ভারতে মুক্তি পাচ্ছে না ‘সর্দারজি ৩’।

এরইমধ্যে ছবিটির প্রথম ঝলক মুক্তি পেয়েছে। সেখানে রাখা হয়েছে হানিয়াকে। তবে ইউটিউবে তাকে দেখতে পাচ্ছেন না ভারতীয়রা। পাশাপাশি বর্তমান পরিস্থিতির কথা ভেবে ছবিটি ভারতে মুক্তি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন দিলজিৎ। ছবিতে তিনি হানিয়ার সহশিল্পী।

ভারতে নিষিদ্ধ হানিয়া আমির, বললেন ‘কেঁদে ফেলব’!
আগামী ২৭ জুন বিশ্বব্যাপী (ভারত ব্যতীত) মুক্তি পাচ্ছে ‘সর্দারজি ৩’। এতে হানিয়া-দিলজিৎ ছাড়াও অভিনয় করেছেন নাসির চিনোতি, ড্যানিয়েল খাওয়ার ও সালিম আলবা প্রমুখ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top