বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ইন্ডাস্ট্রিতে সবাই খুনি, বিস্ফোরক অভিযোগে বলিউড ছাড়ছেন অভিনেত্রী


প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৫ ১১:৩১

আপডেট:
৩০ এপ্রিল ২০২৫ ০৬:০০

ছবি সংগৃহীত

বহু বছরের ক্যারিয়ার হলেও পার্শ্বচরিত্রেই অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সীমা পাহওয়া। কখনো নায়িকা হিসেবে কাজ করেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী ইঙ্গিত দিয়েছেন, শিগগিরই চলচ্চিত্র জগত থেকে বিদায় নিতে পারেন তিনি।

বলিউডের বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সীমা। বলেছেন, ‘সৃজনশীল মানুষদের হত্যা করা হয়েছে, ব্যবসায়ীরা এখন শিল্পকে নিয়ন্ত্রণ করছে।’

ওই সাক্ষাৎকারে সীমা পাহওয়া জানান, বহু বছর ধরে অভিনয়ে প্রশংসা পেলেও, তাকে কখনও প্রধান চরিত্রে দেখা যায়নি।

তিনি বলেন, ‘সবাই বলেন আমি ভালো অভিনেত্রী। কিন্তু কেউ আমাকে নিয়ে প্রধান চরিত্রে ছবি বানাননি। হয়তো আমার সীমাবদ্ধতা আছে, তাই আমি সেই সুযোগ পাইনি।’

তিনি আরও বলেন, ‘আমি এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে মনে হচ্ছে, শিগগিরই বলিউডকে বিদায় জানাতে হবে।’

অভিযোগের আঙুল তুলে অভিনেত্রী বলেন, ভালো কাজকে এখন ‘পুরনো চিন্তাধারা’ বলে অবহেলা করা হচ্ছে। প্রযোজকরা মনে করেন, কেবল বাণিজ্যিক উপাদানই ছবিকে সফল করতে পারে, অভিনেতা বা গল্প নয়। এই প্রবণতা সৃজনশীলতার ক্ষতি করছে এবং শিল্পকে ব্যবসার পণ্যে পরিণত করছে।

প্রসঙ্গত, সীমা পাহওয়াকে আগামীতে রাজকুমার রাও অভিনীত ‘ভুল চুক মাফ’ ছবিতে দেখা যাবে। গল্পে নায়কের মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি।

আগামী ৯ মে বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি। তবে অভিনেত্রী স্পষ্ট করেছেন, যদি ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি পরিবর্তন না হয়, তাহলে তিনি চলচ্চিত্র জগত থেকে সরে দাঁড়াতে প্রস্তুত।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top