বুধবার, ২৬শে মার্চ ২০২৫, ১২ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


যেভাবে রাশমিকার মন জয় করেছেন রণবীর-আল্লু-ভিকিরা


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৫

আপডেট:
২৬ মার্চ ২০২৫ ১৯:৪২

ছবি সংগৃহীত

আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ছাবা’। ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত এই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহও তুঙ্গে। ইতোমধ্যে অগ্রিম টিকেটে রীতিমত বিস্ময়ের জন্ম দিয়েছে ছবিটি। বলা বাহুল্য, ভারতীয় সিনেমার ইন্ডাস্ট্রিজে এখন রাশমিকার ছবি মানেই ব্যপক চর্চা!

এখন পর্যন্ত আল্লু অর্জুনের সঙ্গে রাশমিকার রসায়ন বহুল চর্চিত। ‘পুষ্পা’ ও ‘শ্রীবল্লী’ জুটি মানেই হিট। তার প্রমাণ ‘পুষ্পা’র দুটি ছবির বক্স অফিস সাফল্য। তারপর ‘অ্যানিম্যাল’ ছবিতে ‘গীতাঞ্জলি’ চরিত্রের জন্য রাশমিকাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দর্শমহলে। ‘ছাবা’ ছবিতে তাকে দেখা যাবে ‘জেশুবাই’-এর চরিত্রে।

এ সকল ছবিগুলোতে বলিউডের প্রথম সারির বিভিন্ন নায়কের সঙ্গে কাজ করেছেন রাশমিকা। ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের চরিত্রে জান্তব বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন পরিচালক। আবার ‘ছাবা’ ছবিতে রাশমিকার নায়ক ভিকি কৌশল হলেন বীর মারাঠা রাজা।

ভিকি-আল্লু-রণবীর ছাড়াও রাশমিকা কাজ করছেন সালমান খানের সঙ্গে। তবে আচার ব্যবহারে রাশমিকার মন জয় করেছেন কোন কোন নায়ক, সে প্রসঙ্গেই এবার মুখ খুললেন নায়িকা। যদিও প্রত্যেকর সঙ্গে অভিজ্ঞতা আলাদা।

রাশমিকা বলেন, ‘আল্লু অর্জুন আমার এনার্জি এক ধরনের। খুব সহজে কাজ করতে পারি তার সঙ্গে। রণবীর এমন একজন মানুষ যে বাড়তি একটা কথাও বলেন না। আমরা একে অপরের চরিত্র নিয়ে বেশি মনোযোগী ছিলাম। অন্যদিকে, ভিকিকে যখন সেটে দেখতাম ভাবতাম কী অসাধারণ মানুষ, তার মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top