বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫, ১২ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


আমরা কেন যেন ইদানীং প্রশংসা করতে ভুলে যাচ্ছি: বুবলী


প্রকাশিত:
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০২

আপডেট:
২৭ মার্চ ২০২৫ ০৩:১৬

ছবি সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী কাজ করেন বেছে বেছে। ভদ্রনম্র স্বভাবের মিষ্টভাষী হিসেবেও সুপরিচিতি রয়েছে তার। সবাইকে সম্মান করে কথা বলেন অভিনেত্রী। সবকিছু মিলিয়েই বুবলীর এ জনপ্রিয়তা। সম্প্রতি ‘পিনিক’ সিনেমার কাজ শেষ করেছেন বুবলী। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা আদর আজাদ।

কক্সবাজার ও রামুর বিভিন্ন এলাকায় এ সিনেমার শুটিং হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। এ ছাড়া সিয়াম আহমেদের সঙ্গে ‘জংলি’ সিনেমায় জুটি বেঁধে কাজ করছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, আমাদের জীবন খুবই ছোট। তাই অহংকার করা মোটেই ঠিক নয়। তিনি বলেন, আমার মনে হয় মানুষের আচার-আচরণ খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো মানুষ, শেষ পর্যন্ত আমাদের মাটিতেই মিশে যেতে হবে। তাই আমাদের উচিত এমন কাজ বা আচরণ না করা, যাতে অন্যরা কষ্ট পায়।

বুবলী বলেন, আমরা সবাই নিজেদের মতো। কিন্তু আমরা কোথায়ও যেন ইদানীং প্রশংসা করা ভুলে যাচ্ছি। মানুষের প্রশংসা করাও ভালো আচরণেরই বহিঃপ্রকাশ।

ভালোবাসা দিবস সম্পর্কে বুবলীর কী অভিমত? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ভালোবাসা মানে আমার কাছে বিশ্বাস, সম্মান আর বন্ধুত্ব। সেটি যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক। বাবা-মা, ভাইবোন, স্বামী-স্ত্রী— যে কারও ক্ষেত্রেই প্রযোজ্য। তিনি বলেন, ভালোবাসা দিবস আলাদা করে পালন করলেও আমার মনে হয়, কাছের মানুষের জন্য প্রতিদিন ভালোবাসার দিন। আর আমার কাছের যারা, পরিবারের যারা, তাদের তো ভালোবাসিই। তবে আমার স্পেশাল ভালোবাসা শুধু সন্তানের জন্য।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top