মঙ্গলবার, ২১শে জানুয়ারী ২০২৫, ৮ই মাঘ ১৪৩১


নাগা-শোভিতার বিয়ের দিন যে বার্তা দিলেন সামান্থা


প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৪ ১৮:৫২

আপডেট:
২১ জানুয়ারী ২০২৫ ১৪:০৮

ফাইল ছবি

আজ রাতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী তারকা জুটি নাগা চৈতন্য অক্কিনেনি ও শোভিতা ধুলিপালা। বিয়ে বাড়িজুড়ে কড়া নিরাপত্তা। নিমন্ত্রিত অতিথিরা ছাড়া কাকপক্ষীও যেন অনুষ্ঠানে ঢুকতে না পারে, সেদিকে নজর রেখেছে নিরাপত্তাকর্মীরা।

শোনা যাচ্ছে, নাগা-শোভিতার মালাবদলের জন্য চেন্নাই থেকে আনা হচ্ছে বিশেষ ফুল। বুধবার রাত ৮ টায় হবে মালবদল। বিয়ে হবে শোভিতার পরিবারের রীতি মেনে, তেলুগু বিবাহপ্রথায়। প্রায় ৮ ঘণ্টা ধরে চলবে তাদের বিয়ে। তারপরেও রয়েছে বিশেষ রীতি।

নাগা-শোভিতার বিয়ে নিয়ে যখন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নানা আয়োজন, তখন ভক্তরা খুঁজে বেড়াচ্ছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে। কারণ নাগা চৈতন্যর প্রাক্তন স্ত্রী ছিলেন এই অভিনেত্রী।

শুরু থেকেই নাগার বিয়ে নিয়ে সেভাবে মুখ খুলতে দেখা যায়নি সামান্থাকে। তবে এবার প্রাক্তনের বিয়ের দিন ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেন অভিনেত্রী। লিখলেন, নতুন লড়াইয়ের কথা।

সামান্থা তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তিনি একটি বাচ্চা মেয়ের সঙ্গে বাচ্চা ছেলের লড়াইয়ের ছবি পোস্ট করেছেন। আর সঙ্গে লিখেছেন, ‘ফাইট লাইক গার্লস!’ সামান্থার কথায়, ‘যেখানে অপমানিত হবে, সেখানে চুপ না থেকে লড়ে যান!’

তার এমন স্ট্যাটাসে ভক্তরাও অভিনেত্রীর নতুন লড়াইয়ের বার্তা খুঁজে পেয়েছেন। সময়টা মোটেও ভালো যাচ্ছে না সামান্থার। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সম্প্রতি বাবাকেও হারিয়েছেন তিনি। তবুও লড়াইটা চালিয়ে যাবেন দক্ষিণী এই সুপারস্টার।

প্রসঙ্গত, ২০১০ সালে তেলুগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাভে’র সেটেই নাকি সামান্থা ও দক্ষিণি সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর প্রেম শুরু হয়েছিল। এরপর ২০১৭ সালে দুজনের বিয়ে হয়। কিন্তু সংসার বেশি দিন সুখের হয়নি। বছরখানেক বাদেই আলাদা হয়ে যায় দু’জনের পথচলা। বিচ্ছেদের সিদ্ধান্ত নেন জনপ্রিয় এই তারকা দম্পতি।

এরপর এখন পর্যন্ত সিঙ্গেল রয়েছেন সামান্থা। অন্যদিকে অভিনেত্রী শোভিতার গলায় মালা দিয়ে নতুন পথচলার শুরু করছেন নাগা চৈতন্য।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top