শুক্রবার, ৬ই ডিসেম্বর ২০২৪, ২২শে অগ্রহায়ণ ১৪৩১


বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই হঠাৎ ঐশ্বরিয়ার প্রশংসায় অভিষেক


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৪ ১৮:১৫

আপডেট:
৬ ডিসেম্বর ২০২৪ ১১:৪৭

ফাইল ছবি

বলিউডের শীর্ষ জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের যে বিচ্ছেদ ঘটছে, এমন গুঞ্জনে সরগরম ছিল ইন্ডাস্ট্রির অন্দরমহল। এখন সেই গুঞ্জনকে দেখানো হচ্ছে বুড়ো আঙুল! রটনাকারীদের মুখে ছাই দিয়ে স্ত্রী ঐশ্বরিয়াকে নিয়ে এক বড়সড় ইঙ্গিত দিলেন অভিষেক।

কয়েকদিন আগে অবশ্য অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ গুঞ্জনের বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন অমিতাভ। তখন অনেকটাই স্পষ্ট করেছিলেন অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কের বর্তমান অবস্থান নিয়ে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, অভিষেক-ঐশ্বরিয়ার দূরত্ব নাকি কমছে, গলছে মান-অভিমানের বরফ! ডিভোর্স গুঞ্জনের মাঝেই হঠাতই স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন জুনিয়র বচ্চন; সঙ্গে ঐশ্বরিয়াকে নিয়ে দিলেন বড় ইঙ্গিত।

কিন্তু চারদিকে তাদের বিয়ে ভাঙার খবরে যখন শোরগোল, কেন মেয়ে আরাধ্যার জন্মদিনে দেখা যায়নি অভিষেককে- এমন প্রশ্ন ছিল চর্চার কেন্দ্রে। তখনই মান-অভিমানের বরফ গলার বড় ইঙ্গিত দিলেন অভিষেক বচ্চন।

সম্প্রতি দ্য হিন্দু-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, ‘বাড়িতে আমি সত্যিই ভাগ্যবান যে বাইরে বেরিয়ে সিনেমা করতে পারি। কারণ আমি জানি বাড়িতে ঐশ্বরিয়া রয়েছে আরাধ্যার সঙ্গে। আর সেইজন্য আমি ওর কাছে সত্যিই কৃতজ্ঞ।’

সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমায় অভিষেক বচ্চনকে দেখা গেছে অর্জুন সেন নামে এক বাবার ভূমিকায়। আর সেই প্রেক্ষিতেই সন্তানদের জীবনে মায়েদের ভূমিকা নিয়ে বলতে গিয়ে ঐশ্বরিয়াকে মন থেকে ধন্যবাদ জানালেন জুনিয়র বচ্চন।

অভিষেকের কথায়, ‘সন্তানের জন্য প্রয়োজন হলে আপনি এক পায়েও পাহাড়ে উঠতে পারবেন। আসলে মায়েরা এমনই হয়। ওরা যা পারে করতে, কেউ সেটা পারে না। বাবাদের ভালোবাসার ধরনটা একটু আলাদাই হয়। বাবারা নীরবেই কাজ করে যান। কী করে ভালোবাসা দেখাতে হয়, এটা বাবারা ভালো করে জানে না।’

এরপর অভিষেক বচ্চন আরও বলেন, ‘আমার মাকেও দেখেছি। আমাদের জন্য অভিনয় করা বন্ধ করে দিয়েছিলেন। যখন আমি হলাম, মা আমার সঙ্গে সময় কাটানোর জন্য কাজ ছেড়ে দেন। তাই বাবাকে সবসময়ে কাছে না পাওয়ার দুঃখ থাকত না। তবে বাবা কিন্তু অন্যভাবে যত্ন নিতেন। মনে আছে, প্রতি রাতে আমরা ঘুমানোর পর আমাদের ঘরে দেখতেন।’

উল্লেখ্য, গত বছর থেকেই অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। কখনও সম্পত্তি ভাগের জেরে পারিবারিক অশান্তির কথা শোনা গেছে। আবার কখনও বা নিমরত কৌরের সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠেছে জুনিয়র বচ্চনের বিরুদ্ধে। মান-অভিমান এমন পর্যায়ে পৌঁছায় যে, ঐশ্বরিয়া মেয়েকে নিয়ে আলাদা থাকেন। তবে এবার বোধহয় বরফ গলেছে। তাই জনসমক্ষেই স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন অভিষেক বচ্চন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top