শুক্রবার, ৬ই ডিসেম্বর ২০২৪, ২২শে অগ্রহায়ণ ১৪৩১


গ্যালারিতে ভাইরাল ছবিটি কি কোহলি-আনুশকা পুত্রের?


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৪ ১৩:৩৮

আপডেট:
৬ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৪

ফাইল ছবি

পার্থ টেস্ট ঘিরে নেটদুনিয়ায় ঝড়! ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের তৃতীয় দিনে চর্চা শুধুমাত্র একটি ছবি নিয়েই। পার্থের গ্যালারি থেকে এক ফুটফুটে খুদের ছবি ভাইরাল হতেই অনুরাগীদের দাবি, এটাই বিরুষ্কাপুত্র অকায় কোহলি। আদৌ কি তাই?

ভাইরাল ওই ছবিতে দেখা গেছে, আনুশকা শর্মার ঠিক পিছনেই এক ব্যক্তির কোলে খুদে নবজাতক। পরনে নীল জামা। অবাক দৃষ্টিতে চেয়ে আছে সামনের দিকে। যেন ম্যাচ উপভোগ করতে ব্যস্ত।

ব্যস, এরপরই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে- এই নবজাতক আর কেউ নেন আনুশকার সন্তান অকায় কোহলি। কেউ বলছেন, ‘আরে এ তো কিং কোহলির কার্বন কপি’। কেউ বা আবার বিরাটের ছোটবেলার ছবির সঙ্গে এই খুদের ছবি জুড়ে দিয়ে বলছেন, ‘বাপ কা বেটা!’

সেই ক্যামেরাবন্দি মুহূর্ত দাবানলের মতো ভাইরাল হতেই জানা গেল সত্যিটা। সূত্র বলছে, পার্থের গ্যালারি থেকে ভাইরাল হওয়া ওই মিষ্টি খুদে মোটেই বিরুষ্কাপুত্র নন। ভিআইপি গ্যালারিতে বসে থাকা তাদেরই এক বন্ধুর সন্তান। কিন্তু অনুরাগীদের একাংশ আবার এই তথ্য মানতে চাইছে না। তাদের দাবি, ‘কিং কোহলির সেঞ্চুরির দিনই ছেলে অকায়ের মুখ দেখতে পাওয়া, উপরি পাওনাই বটে!’

সন্তানদের লোকচক্ষুর আড়ালে রাখতেই পছন্দ করেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। কিন্তু ক্যামেরা কি আর সব সময় সাবধানী থাকতে পারে? অসতর্ক মুহূর্ত ঠিক ধরা পড়ে যায়।

তেমনই ঘটেছিল মেয়ে ভামিকার ক্ষেত্রে। বিরুষ্কাকন্যার ছবি ভাইরাল হতেই তারকাদম্পতি আইনি পথে হেঁটেছিলেন। তাই এবার যে অকায়ের মুখ ক্যামেরাবন্দি করার আগে ফটোশিকারিরা বিশেষ সাবধঘানতা অবলম্বন করবেন তা বলাই বাহুল্য।

শেষমেশ জানা গেল, গ্যালারির ওই মিষ্টি খুদে যাকে কিনা অনেকাটা বিরাটের মতোই দেখতে, সে আদৌ তার ছেলেই না। বরং অন্য কেউ।

২০২১ সালের ১১ জানুয়ারি বিরাট-আনুশকার মেয়ে ভামিকার জন্ম হয়। সেই থেকেই মেয়েকে আড়ালে রেখেছেন তারকা দম্পতি। মাঝে ভামিকার ছবিও ফাঁস হয়ে গিয়েছিল। আর তার জন্য সেসময় সংবাদমাধ্যমকে একহাত নিয়েছিলেন অভিনেত্রী। অকায়ের জন্মের পরও প্রচুর রাখঢাক ছিল। কিন্তু পার্থ টেস্টের মাঝেই ক্যামেরাবন্দি এক ছবি ঘিরে নেটপাড়ায় শোরগোল।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি অকায়ের জন্ম হয়। সেই থেকেই অকায় কোহলির মুখ দেখার জন্য উদগ্রীব ভক্তরা। তবে এখনও সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসেননি এই তারকা দম্পতি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top