রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪, ২৭শে আশ্বিন ১৪৩১


জামা ছিঁড়ে ফেলায় রেগে গেলেন মিমি!


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১২

আপডেট:
১৩ অক্টোবর ২০২৪ ০০:১৪

ফাইল ছবি

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। শাকিব খানের সঙ্গে ‘তুফান’ ছবিতে কাজ করে এখন ‘দুষ্টু কোকিল’ নামেই পরিচিতি তার। এই মুহূর্তে কাজ নিয়ে তেমন কোনো ব্যস্ততা নেই মিমির। বর্তমানে নিজ শহরে নিজেকে নিয়েই ব্যস্ত এই নায়িকা। ব্যক্তিগত জীবনে মা-বাবা ও তিন পোষ্যকে নিয়েই অভিনেত্রীর জগৎ। মাঝে মাঝেই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন মিমি, যা স্পষ্ট হয় সামাজিক মাধ্যমে।

মিমির তিন পোষ্যের অনেক ধরনের কাণ্ড-কারখানা তুলে ধরেন নায়িকা। তার সামাজিক মাধ্যমের পাতা ঘাঁটলেই তাদের ছবি আর ভিডিও চোখে পড়ে। বোঝা যায়, একেবারে নিজ সন্তানের মতই তার পোষ্যদের ভালোবাসেন নায়িকা। মিমির সংসারের সেই তিন পোষ্যের নাম চিকু, ম্যাক্স আর জাদু। বাড়িতে থাকলে এই তিন জনকে নিয়েই সময় কাটে নায়িকার।

মিমি তার চিকু, ম্যাক্স আর জাদুর কীর্তিকলাপ মাঝে মাঝেই পোস্ট করে থাকেন। তাদের ওপর যেমন অতিষ্ঠ নায়িকা, তেমনই আবার তাদেরকে ছাড়া এক মুহূর্ত কাটাতে পারেন না।

বেশ কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন নায়িকা। যেখানে দেখা যায়, ক্ষত বিক্ষত তার হাত! জাদুর নখের আঁচড় লেগেছিল।

এর পরই ঘটল আরও এক ঘটনা। মিমির শখের একটি সবুজ রঙের জামা ছিঁড়ে ফেলেছে তার পোষ্যরা। আর তা দেখেই রেগে লাল মিমি। তবে যতই রাগ হোক না কেন নিজের সন্তানকে কি বেশি কিছু বলা যায়! ঠিক এটাই ঘটেছে মিমির সঙ্গে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন মিমি। যেখানে দেখা যাচ্ছে রীতিমতো চিত্‍কার করছেন অভিনেত্রী। আর নায়িকাকে দেখে ছুটে ছুটে পলাচ্ছে তার আদরের দুই পোষ্য। কারণ, নায়িকা নিজেও জানেন ওদের বলে তো কোনও লাভ নেই। তবে চিকু এবং জাদু দুজনেই বুঝতে পেরেছে যে তাদের মা রেগে গেছে।

সিনেমা, ওয়েব সিরিজ দুই প্ল্যাটফর্মেই চুটিয়ে কাজ করছেন মিমি চক্রবর্তী। একের পর এক ভাল কাজ যিনি দর্শকদের উপহার দিয়েছেন। একটা সময় রাজনীতির ময়দানে পা রাখলেও বর্তমানে সেখান থেকে সরে তিনি শুধু অভিনয়েই মন দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top