‘সিআইডি’র ফ্রেডরিক্স আর নেই
প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২৩ ১২:২২
আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ২২:২৯
‘সিআইডি’ খ্যাত অভিনেতা দীনেশ ফাড়নিস আর নেই। তিনি সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন দীনেশ। সূত্রের খবর, মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থা খারাপের দিকে গেলে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তবুও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে অনন্তলোকের উদ্দেশে পাড়ি জমান তিনি। হাসপাতাল সূত্রে খবর, দীনেশের যকৃৎ বিকল হয়ে গিয়েছিল। তার জেরেই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
ভারতীয় জনপ্রিয় গোয়েন্দা ধারাবাহিক ‘সিআইডি’ পরিচিতি এনে দিয়েছিল দীনেশকে। এতে তার চরিত্রের নাম ফ্রেডরিক্স। চরিত্রটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে দর্শকদের অনেকে দীনেশকে ফ্রেডি কিংবা ফ্রেডরিক্স নামেই জানতেন।
১৯৯৭ সালে প্রচার শুরু হয় ‘সিআইডি’র। ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এ সিরিয়ালের ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি চরিত্রে অভিনয় করেন দীনেশ ফাড়নিস । তার চরিত্রটি টেলিভিশন দর্শকদের কাছে বেশ জনপ্রিয়।
সম্পর্কিত বিষয়:
ভারতীয়
আপনার মূল্যবান মতামত দিন: