মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬, ৭ই মাঘ ১৪৩২


গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন পরিচালনায় শিবিরের ৮ সদস্যের কমিটি গঠন


প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬ ১৫:৪৮

আপডেট:
২০ জানুয়ারী ২০২৬ ১৭:৪৬

ছবি : সংগৃহীত

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং শহীদদের স্বপ্নের ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার, ক্ষমতার ভারসাম্য এবং জনগণের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিতের মাধ্যমে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এই কর্মসূচি সফল করতে ৮ সদস্যবিশিষ্ট একটি ‘গণভোট ক্যাম্পেইন পরিচালনা কেন্দ্রীয় কমিটি’র অনুমোদন দিয়েছেন।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং সদস্য সচিব করা হয়েছে কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদিকে।

কমিটির অন্য সদস্যরা হলেন– কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেদওয়ানুল ইসলাম, কেন্দ্রীয় পাবলিক রিলেশনস সম্পাদক ইঞ্জিনিয়ার তানভীর হোসেন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ডাকসু জিএস এস এম ফরহাদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মুহিবুর রহমান।

এ বিষয়ে এক বিবৃতিতে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন, “বিগত দেড় দশকের দুঃশাসন ভেঙে ছাত্র-জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, তার মূল ভিত্তি হলো ‘জুলাই সনদ’। এই সনদ বাস্তবায়ন ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রাষ্ট্রের আমূল সংস্কার অপরিহার্য। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার মাধ্যমেই কেবল শহীদদের স্বপ্ন সার্থক ও সফল করা সম্ভব।”

তিনি আরও বলেন, চিরতরে ফ্যাসিবাদী শাসনের বিলোপ এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মর্যাদাশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একটি ঐতিহাসিক সংস্কার যাত্রা শুরু হয়েছে। স্বনির্ভর স্বদেশ বিনির্মাণের এই মাহেন্দ্রক্ষণে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সুদৃঢ় অবস্থান নেওয়ার উদাত্ত আহ্বান জানান তিনি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top