মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬, ৭ই মাঘ ১৪৩২


বিবিএলের ‘সেরা’ বোলার, তবুও বিশ্বকাপে বাদ পড়তে পারেন পাকিস্তানি তারকা


প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬ ১৬:৩৬

আপডেট:
২০ জানুয়ারী ২০২৬ ১৯:১২

ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যথারীতি আইসিসির কাছে খেলোয়াড়দের তালিকা পাঠিয়েছে পাকিস্তান। যদিও তারা এখনও স্কোয়াড প্রকাশ করেনি। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসবে। তার আগে ৩১ জানুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ আছে দলগুলোর সামনে। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের অভিজ্ঞ তারকা পেসারকে নাকি বাদ দেওয়ার কথা ভাবছে পাকিস্তান।

সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম ‘জিও সুপার’ জানিয়েছে, পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন চূড়ান্ত দলে ডানহাতি পেসার হারিস রউফকে রাখার পক্ষে নন। ২০২৫ সালের সেপ্টেম্বরে তিনি সর্বশেষ জাতীয় দলে টি-টোয়েন্টি খেলেছেন। এশিয়া কাপের পর আর সংক্ষিপ্ত ফরম্যাটের দলে ডাক পাননি। আন্তর্জাতিক ম্যাচে সুযোগ না পেলেও, অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে আগুন ঝরাচ্ছেন হারিস।

বর্তমানে বিগ ব্যাশের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক তিনি। মেলবোর্ন স্টারসের হয়ে চলমান আসরের ১০ ম্যাচে ৭.৯৬ ইকোনমিতে রউফ ১৮ উইকেট নিয়েছেন। সমান ১৮ উইকেট আছে গুরিন্ধর সান্ধুর। হারিস রউফ সেই সংখ্যাটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে। আগামীকাল (বুধবার) বিগ ব্যাশের নকআউট ম্যাচে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে লড়বে মেলবোর্ন স্টারস। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই উভয়ের সামনে। এক্ষেত্রে মেলবোর্নের গুরুত্বপূর্ণ অস্ত্র হতে পারেন রউফ।

এ ছাড়া পাকিস্তান জাতীয় দলেও তিনি টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। ৯৪টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ৮.৩৮ ইকোনমিতে ১৩৩ উইকেট নিয়েছেন। এ ছাড়া টি-টোয়েন্টির ইতিহাসে নবম সর্বোচ্চ উইকেটশিকারিও রউফ। শ্রীলঙ্কার মাটিতে সম্প্রতি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান। বৃষ্টিতে এক ম্যাচ ভেস্তে যাওয়ার পর সিরিজটি ১-১ সমতায় শেষ হয়। জানুয়ারির শেষ দিকে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তারা আতিথ্য দেবে অস্ট্রেলিয়াকে। শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া সিরিজ কোথাও–ই নেই হারিসের নাম।

পাকিস্তানি সংবাদমাধ্যম বলছে, সালমান আলি আগাকে অধিনায়ক করে স্কোয়াড চূড়ান্ত করেছেন পাক কোচ মাইক হেসন। তার দলে জায়গা নিশ্চিত করার ক্রিকেটাররা হচ্ছেন– শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, শাদাব খান, বাবর আজম, ফাহিম আশরাফ, মোহাম্মদ নেওয়াজ, উসমান খান ও আবরার আহমেদ। এ ছাড়া বিবেচনায় আছেন– শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, সালমান মির্জা, খাজা নাফে। রিজার্ভ ক্রিকেটার হিসেবে আবদুল সামাদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও উসমান তারিকের নাম রয়েছে।

পাকিস্তান ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন। দীর্ঘ সময় তারা কোনো আইসিসি ট্রফি জেতা তো দূরের কথা, সম্ভাবনাও জাগাতে পারেনি। সেজন্য এশিয়ান ভূমিতে হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা ভালো করতে চায়। আসরের প্রথম ম্যাচে ৭ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে লড়বে সালমান আগার দল।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top