সোমবার, ১২ই জানুয়ারী ২০২৬, ২৮শে পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


নতুন চ্যালেঞ্জ নিয়ে নিজেকে বদলে ফেলছেন জাহ্নবী


প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২২ ০০:১০

আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ০৪:২১

ছবি সংগৃহীত

একের পর এক সিনেমায় অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর। বলিউডে নিজের অবস্থান শক্ত করতে নিজেকে একেবারে বদলে ফেলছেন জাহ্নবী।

নতুন নতুন সিনেমায়, নতুন নতুন লুকে হাজির হচ্ছেন জাহ্নবী। যেমন, সম্প্রতি নতুন সিনেমার ‘মিলি’র ফার্স্টলুক ও টিজার প্রকাশ্যে এসেছে। টিজার দেখে বোঝা গেল, জাহ্নবীর এই সিনেমা একেবারেই রহস্য ও সাসপেন্সে মোড়া।

দক্ষিণী সিনেমা ‘হেলেন’ থেকেই তৈরি হয়েছে জাহ্নবীর ‘মিলি’। মালায়লম ভাষায় তৈরি ‘হেলেন’ সিনেমাটি বক্স অফিসে তুমুল হিট হয়েছিল। এবার সেই সিনেমাকে হিন্দিতে তৈরি করলেন নির্মাতা মথুকুট্টি জেভিয়ার।

সিনেমাটিতে বিএসসি নার্সিংয়ের ছাত্রী মিলি নৌদিয়ালের চরিত্রে অভিনয় করবেন জাহ্নবী। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা সানি কৌশলকে। এ ছাড়াও রয়েছেন অভিনেতা মনোজ পাহওয়া।

এদিকে মাস কয়েক আগে মুক্তি পেয়েছিল জাহ্নবীর ‘গুড লাক জেরি’ সিনেমা। সেখানে স্মাগলারের চরিত্রে দেখা গিয়েছিল শ্রীদেবী কন্যাকে। আর এবার নার্সের চরিত্রে নতুন চমক দিতে চলেছেন জাহ্নবী।


সম্পর্কিত বিষয়:

অভিনেত্রী শ্রীদেবী

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top