রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ছবির বাজেট ৪১০ কোটি


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২২ ০০:৩৭

আপডেট:
৫ মে ২০২৪ ১০:৫৪

 ছবি : সংগৃহীত

ভারতের ইতিহাসে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত "ঠগস অব হিন্দুস্তান" সবচেয়ে ব্যয়বহুল ছবি। ছবিটির বাজেট ছিলো ৩১০ কোটি রূপি। এবার এই ছবিটির বাজেটকে পেছনে ফেলতে যাচ্ছে রণবীর -আলিয়া অভিনীত 'ব্রহ্মাস্ত্র'। খবর বলিউড হাঙ্গামা

গণমাধ্যমটি জানিয়েছে, রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চনসহ আরও এক ঝাক তারকায় ঠাসা 'ব্রহ্মাস্ত্র'ই বলিউডের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র হতে যাচ্ছে । জানা গেছে প্রিন্ট ও পাবলিসিটি ব্যয় বাদেই 'ব্রহ্মাস্ত্র'র অফিশিয়াল বাজেট ৪১০ কোটি রূপি।

বলিউডের তথ্য মতে, "এটাই এযাবতকালে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা এবং সিনেমাটি দেখতে গেলে এর প্রতিটি ফ্রেমেই স্পষ্ট হবে খরচের বিষয়টা। সিনেমার ভিজ্যুয়াল এমনভাবে করা হয়েছে যেন তা দর্শককে ভিন্ন এক মাত্রায় নিয়ে যায়। ট্রেইলারে তো বলতে গেলে কিছুই দেখানো হয়নি, পুরো সিনেমাজুড়েই রয়েছে চমক।"

২০১৪ সালে পরিচালক অয়ন মুখার্জি ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ঘোষণা দেন। তখন থেকেই বিভিন্ন গণমাধ্যমে খবর—করণ জোহর প্রযোজিত বড় বাজেটের ছবিতে দেখা যাবে প্রথম সারির বলিউড তারকাদের। এরপর বছরের পর বছর যায়, ‘ব্রহ্মাস্ত্র’ পেছাতে থাকে। সব জটিলতা কাটিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শুরু হয় শুটিং। সেই বছরের ২৪ মার্চ বুলগেরিয়ায় ছবির প্রথম কিস্তির শুটিং ভালোভাবেই শেষ হয়। তবে তখন ধোঁয়াশা ছিল ছবি মুক্তির, এরপর চার বছর লেগে গেলো সিনেমাটি মুক্তি পেতে। কোভিড, তারকার অন্য ছবির শিডিউলসহ বিভিন্ন কারণে বারবার শুটিং পেছায়।

অবশেষে চলতি বছরের ২৯ মার্চ বেনারসে শেষ হয় আলোচিত ছবিটির শুটিং। চলতি মাসের ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ছবিটি। শুরুতে জানা গিয়েছিল ছবির বাজেট ৩০০ কোটির বেশি। তবে মুক্তির এক সপ্তাহ আগে জানা গেল, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান—শিবা’ বাজেট দাঁড়িয়েছে ৪১০ কোটি রুপি! তা-ও প্রচারণার খরচ বাদে।


সম্পর্কিত বিষয়:

ছবি

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top