শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


ঢাবিতে সশরীরে ক্লাস ১৭ অক্টোবর থেকে


প্রকাশিত:
৮ অক্টোবর ২০২১ ০১:১৫

আপডেট:
৩ মে ২০২৪ ২০:১২

ফাইল ছবি

আগামী ১৭ অক্টোবর (রোববার) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব বিভাগ-ইনস্টিটিউটের সব বর্ষের সশরীরে শ্রেণি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদ (অ্যাকাডেমিক কাউন্সিল) ৷

সিদ্ধান্ত অনুযায়ী, সশরীরে কার্যক্রম শুরুর পরও বিশ্ববিদ্যালয়ের বিভাগ-ইনস্টিটিউটগুলো চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবে। তবে সেক্ষেত্রে অনলাইনে সর্বোচ্চ ৪০ শতাংশ ক্লাস নেওয়া যাবে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ডিনস্ কমিটি ও অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়।

ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top