বৃহঃস্পতিবার, ৮ই জানুয়ারী ২০২৬, ২৫শে পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৬ ১৭:১৯

আপডেট:
৮ জানুয়ারী ২০২৬ ২১:১৯

ছবি : সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আসছে বিনামূল্যে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও খেলাধুলার প্রশিক্ষণের বিশেষ সুযোগ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডের যৌথ উদ্যোগে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতা এবং বছরজুড়ে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণ কার্যক্রম চালু হচ্ছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে অনলাইনে বিনামূল্যে রেজিস্ট্রেশন করে যেকোনো প্রতিযোগিতা বা প্রশিক্ষণে অংশ নিতে পারবে প্রাথমিকের সব শিক্ষার্থী।

সম্প্রতি অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজা খাতুনের সই করা এক স্মারকে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সব স্কুলের শিক্ষার্থীদের জন্য দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক ও গজল প্রতিযোগিতা এবং বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রমটি আয়োজন করবে ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড। কোনো অংশগ্রহণ বা রেজিস্ট্রেশন ফি দেওয়ার প্রয়োজন নেই। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

তবে প্রতিযোগিতার ধরন অনুযায়ী আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে চিত্রাঙ্কনের জন্য https://art.infostudents.com, কবিতা আবৃত্তির জন্য https://poem.infostudents.com, একক বিতর্কের জন্য https://debate.infostudents.com, গজলের জন্য https://gazal.infostudents.com, ক্রিকেট প্রশিক্ষণের জন্য https://cricket.infostudents.com, ফুটবল প্রশিক্ষণের জন্য https://football.infostudents.com, ব্যাডমিন্টন প্রশিক্ষণের জন্য
https://badminton.infostudents.com এবং কারাতে প্রশিক্ষণের জন্য – https://karate.infostudents.com ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।

নির্দেশনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও স্কুল প্রধানদের প্রতিভাবান শিক্ষার্থীদের এই জাতীয় আয়োজনে অংশগ্রহণ করতে প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ দিতেও বলা হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top