সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো কোনো পরিস্থিতি হয়নি : শিক্ষামন্ত্রী


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২১ ২৩:১২

আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:৫৪

সংগৃহীত

আমরা সারাদেশের প্রাথমিক, গণশিক্ষা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান পর্যবেক্ষণে রেখেছি। তবে এখনও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল এক্সিবিশনের উদ্বোধন অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, ‘মানিকগঞ্জসহ কিছু জায়গায় সংক্রমণের তথ্য আমরা পেয়েছি। আমরা স্কুল প্রধান, সিভিল সার্জন, সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। কোথাও যদি খারাপ অবস্থার তথ্য পাই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবো এবং ওই প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন পর্যন্ত ওই রকম অবস্থা হয়নি।’

তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মাঝে মাঝে আমাদের কাছে তথ্য আসে এই প্রতিষ্ঠানে এতজন, ওই প্রতিষ্ঠানে অতজন আক্রান্ত। কিন্তু এখন পর্যন্ত এ জাতীয় কোনো খবরের সত্যতা আমরা পাইনি।’



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top