বৃহঃস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫, ২৭শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ব্যালট বাক্স নেওয়া হচ্ছে প্রশাসনিক ভবনে


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৬

আপডেট:
১১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৩

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। একে একে ব্যালট বাক্স নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনে (পুরাতন প্রশাসনিক ভবন)। এ সময় সতর্ক অবস্থান নিতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পুরাতন প্রশাসনিক ভবন ও নির্বাচন কমিশনারের কার্যালয় ঘিরে বাড়তি নিরাপত্তা জোরদার করতে দেখা গেছে। এ সময় একে একে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বাক্স নিয়ে নির্বাচন কমিশনে আসতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, বিকেল ৫টার পরে পুরাতন প্রশাসনিক ভবনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলো থেকে আনা হচ্ছে ব্যালট বাক্স। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর, পুরাতন প্রশাসনিক ভবন, বটতলা, প্রান্তিক গেট, ডেইরি গেট, ট্রান্সপোর্টসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশের পাশাপাশি এপিবিএন, বিজিপি, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কত শতাংশ ভোট কাস্ট হয়েছে তা জানাতে পারিনি নির্বাচন কমিশন।

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, ট্রাফিক অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম জানান, ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে । কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ১৫৩৪ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া গোয়েন্দা পুলিশ ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে চার স্তবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জানা যায়, মীর মশরারফ হোসেন হল-সংলগ্ন গেট এবং প্রান্তিক গেট ব্যতীত বিশ্ববিদ্যালয়ের সব গেইট ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ভাসমান দোকান, টারজান পয়েন্টের দোকান, পুরাতন পরিবহন চত্বর-সংলগ্ন দোকান, নতুন কলা ভবন-সংলগ্ন মুরাদ চত্বরের দোকান, প্রান্তিক গেইটের উত্তর পাশের কাপড়ের মার্কেট ও গেটের সব দোকান এবং প্রধান গেট-সংলগ্ন সব দোকান ১১ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।

সব আবাসিক হলের অভ্যন্তরে ক্যান্টিন ও দোকান খোলা রাখা এবং পর্যাপ্ত খাবার মজুদ রাখার জন্য বলা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা হতে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত জরুরি বিভাগ (নিরাপত্তা, পানি, বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট) ব্যতীত সব মোটরসাইকেল চলাচল নিষেধ করা হয়েছে। এই সময়ে শুধু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের গোলাকার স্টিকার এবং নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। সব স্টাফ বাস প্রান্তিক গেট দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবশে করবে।

এবারের জাকসু নির্বাচনে ২৫ পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top