ঢাবির জিয়া হলে ভিপি-জিএস প্রার্থীদের পোস্টার বিকৃতির অভিযোগ
প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৫
আপডেট:
৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদ নির্বাচনে ভিপি, জিএস, এজিএসসহ একাধিক পদপ্রার্থীর পোস্টার বিকৃতির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল (মঙ্গলবার) মধ্যরাতে। তবে এখনো অভিযুক্তদের শনাক্ত করতে পারেনি হল প্রশাসন।
হল প্রশাসন প্রার্থীদের প্রচারণার জন্য নির্দিষ্ট বোর্ড সরবরাহ করলেও সেখানে রাতের আঁধারে পোস্টার ছেঁড়া হয়। ভিপি পদপ্রার্থী নাইমুল আবরার, জিএস পদপ্রার্থী আসিফ ইমাম, এজিএস পদপ্রার্থী মো. ফোজায়েল আহমদ এবং সমাজসেবা সম্পাদক প্রার্থী হেলাল হোসেনের পোস্টার বিকৃত হয়।
এ বিষয়ে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থী মো. মিফতাহুল হোসাইন আল মারুফ বলেন, পোস্টার ছেঁড়া আচরণবিধি লঙ্ঘন। যারা এ কাজ করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আশা করছি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ।
অন্য এক শিক্ষার্থী সাহেদ ইমন বলেন, আমরা লিখিত অভিযোগ দিয়েছি। প্রশাসন কী ব্যবস্থা নেয়, তা আমরা দেখব। পাশাপাশি অভিযুক্তদের পরিচয় প্রকাশ করতে হবে।
হল প্রাধ্যক্ষ ড. মো. নাজমুল হোসাইন জানান, পোস্টার ছেঁড়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন। তবে সিসিটিভি ক্যামেরায় পুরো এলাকা কভার না থাকায় অভিযুক্তদের শনাক্ত করা যায়নি। গতরাতে অন্তত পাঁচ-ছয়টি গ্রুপ ওই স্থানে গিয়েছিল। কারা এ কাজ করেছে তা যাচাই চলছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: